পঞ্চগড় প্রতিনিধি
উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছেই। গত পাঁচ দিন ধরে জেলাজুড়ে শৈত্যপ্রবাহ বইছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার থেকে এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।
এদিকে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিচ্ছে। প্রতিদিনই কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে বৃদ্ধ ও নবজাতকদের নিয়ে। বিছানা খালি না থাকায় বাধ্য হয়ে হাসপাতালের বারান্দার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আর সঠিক সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তুলারডাঙ্গা এলাকার রাজিয়া বেগম বলেন, ‘আমার ছেলে হঠাৎ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়। চার দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। রোগীর চাপে বিছানা পাইনি। শীতের মধ্যে বারান্দায় থাকতে হচ্ছে। ডায়রিয়া ভালো হওয়ার পথে। তবে ঠান্ডা-কাশি থাকায় দুশ্চিন্তায় পড়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, গত রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।
উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছেই। গত পাঁচ দিন ধরে জেলাজুড়ে শৈত্যপ্রবাহ বইছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার থেকে এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।
এদিকে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিচ্ছে। প্রতিদিনই কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে বৃদ্ধ ও নবজাতকদের নিয়ে। বিছানা খালি না থাকায় বাধ্য হয়ে হাসপাতালের বারান্দার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আর সঠিক সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তুলারডাঙ্গা এলাকার রাজিয়া বেগম বলেন, ‘আমার ছেলে হঠাৎ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়। চার দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। রোগীর চাপে বিছানা পাইনি। শীতের মধ্যে বারান্দায় থাকতে হচ্ছে। ডায়রিয়া ভালো হওয়ার পথে। তবে ঠান্ডা-কাশি থাকায় দুশ্চিন্তায় পড়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, গত রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।
ন্যূনতম ৫০ হাজার টাকা ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তাঁরা...
৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
১৩ মিনিট আগেদিনাজপুরের খানসামায় আহত অবস্থায় এক বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে আহত ওই বাজপাখিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারা।
২০ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে