Ajker Patrika

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় জুনায়েদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমিন (৩০) নামে আরেক যুবক।  

গতকাল রোববার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার খলশী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জুনায়েদ হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাট এলাকার রিজু মিয়ার ছেলে। আহত আল আমিন একই ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের মোনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, জুনায়েদ ও আল আমিন মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ বন্দর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিনকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা মো. হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, জুনায়েদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়ার হয়েছে। তাঁর সঙ্গে থাকা আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত