পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় বেংহারী বনগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড যুবদলের কর্মী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও যুবদলের ৩ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মামলার পর দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার গড়েরডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এদিন রাতেই ওই ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। এতে ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করা হয়।
ককটেল বিস্ফোরণে আহতরা হলেন—বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫)।
পুলিশ ও যুবদলের নেতা-কর্মীরা জানান, কর্মিসভা চলাকালে মাদ্রাসার প্রাচীরের বাইরে থেকে কর্মিসভাকে লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ককটেলগুলো আশপাশের গাছে লেগে বিস্ফোরিত হলে আহত হয় বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও ৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন বলেন, ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তারদের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বেংহারী বনগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড যুবদলের কর্মী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও যুবদলের ৩ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মামলার পর দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার গড়েরডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এদিন রাতেই ওই ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। এতে ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করা হয়।
ককটেল বিস্ফোরণে আহতরা হলেন—বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫)।
পুলিশ ও যুবদলের নেতা-কর্মীরা জানান, কর্মিসভা চলাকালে মাদ্রাসার প্রাচীরের বাইরে থেকে কর্মিসভাকে লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ককটেলগুলো আশপাশের গাছে লেগে বিস্ফোরিত হলে আহত হয় বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও ৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন বলেন, ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তারদের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১৯ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
২৪ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে