Ajker Patrika

ফুলবাড়ীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৫

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৯: ৫১
ফুলবাড়ীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৫

দিনাজপুরের ফুলবাড়ীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৬ পুলিশ সদস্য। গতকাল সোমবার বিকেলে উপজেলার শিবনগর ইউনিয়নের মহেষপুর (গাদাপাড়া) নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আহত পুলিশ সদস্যরা হলেন ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. আবদুর রাজ্জাক, মো. মাহমুদ কলি, মো. আনোয়ার হোসেনসহ নারী পুলিশ সদস্য মোছা. ইয়াসমিন। 

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন শিবনগর ইউনিয়নের মো. লাবু ইসলাম (২৮), তাঁর স্ত্রী মোছা. জেসমিন আরা (২৩), লাবু ইসলামের মা মনোয়ারা বেগম ওরফে লাবু জারা (৪৫), একই এলাকার মো. ফিরোজ বাবু (২২) এবং পার্বতীপুর থানার ডাকুলা গ্রামের মো. সাহেব আলী (২৮)। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে পৃথক দুটি মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। 

ফুলবাড়ীতে নতুন মাদক ফেন্সিগ্রিপসহ গ্রেপ্তার হওয়া মো. লাবু ইসলাম (২৮)পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফ ও এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে শিবনগর ইউনিয়নের মহেষপুর (গাদাপাড়া) গ্রামে অভিযান চালান। অভিযানে গ্রামের লাবু ইসলামের বাড়িতে নতুন ভারতীয় মাদক ৫২ বোতল ‘ফেন্সিগ্রিপ’ পাওয়া যায়। আটক করা হয় লাবু ইসলাম, তাঁর স্ত্রী জেসমিন আরা ও মা লাবু জারাসহ ৫ জনকে। এ সময় তাঁরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন এবং সহযোগীদের চিৎকার করে ডাকতে থাকেন।

তাঁদের ডাকে মাদক সিন্ডিকেটের অপর সদস্য লাবু ইসলামের ভাই মো. কেতাবুল (২৫), বকুল হোসেন (৪৫), বকুলের ছেলে মো. ইউনুস আলী (১৯), মো. ফিরোজ বাবু (২২) ও মো. মহিবুল ইসলামসহ ১৪-১৫ জন ছুটে আসেন। তাঁরা পুলিশের ওপর আক্রমণ করে হাতকড়া লাগানো অবস্থায় লাবু ইসলামকে ছিনিয়ে নেন। এরপর তাঁরা পুলিশ সদস্যদের মারপিট করতে থাকেন। 

এ অবস্থায় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে হাতকড়া পরিহিত লাবু ইসলামসহ ওই ৫ জনকে গ্রেপ্তার করে থানায় নেয়। ৫২ বোতল ফেন্সিগ্রিপও জব্দ করা হয়। এদিকে ওই দিন খবর পেয়ে ফুলবাড়ী থানার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ফুলবাড়ীতে পুলিশের ওপর হামলার খবরে অতিরিক্ত পুলিশের অভিযানঘটনার প্রতক্ষদর্শী মাসুদ রানা বলেন, ‘এক কাজে লাবুদের বাড়ির দিকে গিয়েছিলাম। এ সময় দেখি পুলিশ মাদক ব্যবসায়ী লাবুকে মাদকসহ হাতে হাতকড়া পরিয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা পুলিশকে মেরে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন ও পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। খবর পেয়ে আরও পুলিশ সেখানে আসে, পরে অনেক খোঁজাখুঁজি করে লাবুকে ধরে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও ১৮৬০ সালের পেনাল কোড আইনে পৃথক দুটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত