Ajker Patrika

নীলফামারীতে তাপমাত্রার পারদ কমছে

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে তাপমাত্রার পারদ কমছে

অগ্রহায়ণ মাসের শুরুতেই শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

এদিকে সকালে মহাসড়কে ঘন কুয়াশার কারণে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া এই অঞ্চলের মানুষ শীতের পোশাক পরিধান করছেন। বিকেলের পর থেকেই মৃদু হিমেল বাতাস বইছে।

শহরের পৌর মার্কেট এলাকার অটোচালক মমিনুল ইসলাম বলেন, ‘গত ৩ / ৪ দিন থেকেই হালকা শীত অনুভব হচ্ছে। আবার আকাশে সূর্যের দেখা মিললে গরম অনুভূত হয়। তখন শীতের পোশাক পড়ে থাকা কষ্টকর হয়।’

কিশোরগঞ্জ উপজেলার কৃষক জমির উদ্দিন বলেন, ‘ঘন কুয়াশা নিয়ে দুশ্চিন্তায় আছি। জমিতে আগাম জাতের আলু লাগিয়েছি। বেশি কুয়াশা হলে আলুর গাছের ক্ষতি হতে পারে।’

জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে সকালের শিডিউলের ফ্লাইট উড্ডয়নে বিঘ্ন ঘটছে। তবে তা বেশি বিলম্ব হচ্ছে না।’ এই মৌসুমে এ রকম ঘটনা প্রায়ই ঘটবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত