মন্ত্রী ও সচিবের স্বাক্ষর জাল, নাপিত রিমান্ডে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ২১: ২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে পঞ্চগড়ে মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মোজাম্মেল হক (৪৮) সদর উপজেলার পানিমাছপুকুরি এলাকার বাসিন্দা এবং পেশায় নাপিত। পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোজাম্মেল অগ্নিসংযোগের অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বিচারপ্রার্থী হিসেবে আবেদন করেন। আবেদনগুলোর পক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রী ও সচিবের স্বাক্ষর জাল করে পঞ্চগড়ের পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই স্বাক্ষর ও সিল দেখে সন্দেহ হলে জেলা প্রশাসক জহুরুল ইসলাম খোঁজ নেন এবং জানতে পারেন, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ ঘটনায় গত বুধবার সদর থানায় মোজাম্মেল ও তাঁর অজ্ঞাত সহযোগিদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এ মামলায় গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল আবেদনগুলো নিজে করেছেন বলে স্বীকার করলেও পরিচিত একজনকে স্বাক্ষর দিয়ে করিয়েছেন বলে জানিয়েছেন। এখানে একটি চক্র কাজ করেছে। সরকারের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জাল স্বাক্ষর ও সিলমোহর ব্যবহার করে এ রকম আরও ঘটনা ঘটতে পারে। এ জন্য পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার মোজাম্মেল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার আদালতে নিয়ে তিন দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত