Ajker Patrika

আমদানির খবরে দিনাজপুরে পেঁয়াজের দাম কমল ১০ টাকা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৯: ২২
আমদানির খবরে দিনাজপুরে পেঁয়াজের দাম কমল ১০ টাকা

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুর জেলার বিরামপুর ও হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা। আমদানি শুরু হলে দাম আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, মোকামগুলোতে পেঁয়াজের দাম কমেছে, তবে ওঠানামা করছে।

আজ মঙ্গলবার বিকেলে পাইকারি ও খুচরা বাজারে দেখা যায়, দুই দিন আগেও যে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিরামপুর হাটে পেঁয়াজ কিনতে আসা জাহিদুল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন আগে আমি পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজিতে। আজকে আধা কেজি পেঁয়াজ কিনলাম ৪৫ টাকা দিয়ে।’

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন আগে পাইকারি বাজার থেকে প্রতি কেজি পেঁয়াজ ৯৪-৯৫ টাকা দরে কিনে ১০০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে পাইকারি বাজার থেকে ৮৭ থেকে ৮৮ টাকা দরে কিনে খুচরা ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি করছি।’

তিনি আরও বলেন, ‘চার দিন আগে মোকামে গিয়ে সকালে এক দামে কিনলে বিকেলে আরেক দাম। এভাবে দাম ওঠানামা করলে আমরা পাইকারি ও খুচরা বিক্রেতারা বিপাকে পড়ে যাই। মোকামেই এভাবে পেঁয়াজের দাম ওঠানামা করায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা আমাদের লোকসান গুনতে হয়।’

বিরামপুর বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা মিজানুর বলেন, ‘বর্তমানে মোকামে প্রকারভেদে ২৮০০ থেকে ৩৬০০ টাকা মণ বিক্রি হচ্ছে। মোকাম থেকে কিনে আবার পরিবহন ভাড়াসহ সব খরচ মিলে মোকামেই কিনতে পড়ছে কেজিপ্রতি ৯৩ টাকার ওপরে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত