ঢাবি ও জাবিতে হত্যার প্রতিবাদে লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি
Thumbnail image

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ন্যক্কারজনক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় গোলচত্বর থেকে একটি বিশাল মশাল মিছিল বের হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতীবান্ধা উপজেলার নেতা হাসান আল-মোহসিনের নেতৃত্বে মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ-২সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিচারবহির্ভূতভাবে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। হত্যার নির্মম দৃশ্য দেখে হতবাক দেশবাসী। এই পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী রবিউল ইসলাম রানা, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রান্ত, আব্দুল্লাহ আল নোমান, জিম, সামীন, মুন্না প্রমুখ। এ সময় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত