লালমনিরহাট প্রতিনিধি
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী নার্স লাল সমকিম বমকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লালমনিরহাট সদর হাসপাতালে বদলির নির্দেশ দেওয়া হলেও তিনি এখনো চাকরিতে যোগদান করেননি। ফলে তিনি এখন বাধ্যতামূলক স্ট্যান্ড রিলিজে রয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে গত ২১ এপ্রিল লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী স্বাক্ষরিত একটি পত্রে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবগত করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী।
জানা গেছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের পাহাড়ি অঞ্চলে এক নতুন সশস্ত্র সংগঠন আত্মপ্রকাশ করে। বান্দরবানের বম জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছেন। রাঙামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বলে দাবি সংগঠনটির। সংগঠনটি মিয়ানমার থেকে সশস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত বলেও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ সংগঠনটির প্রধান নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সংগঠনটি সম্প্রতি ব্যাংক লুট ও তাণ্ডব চালালে নজরে আসে প্রশাসনের। গত ৭ এপ্রিল ভোরে যৌথ বাহিনী পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করে। একই সঙ্গে সংগঠনটিকে উৎখাত করতে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
সংগঠনটির প্রধান নাথান বমোর স্ত্রী লাল সমকিম বম বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) পদে কর্মরত ছিলেন। এ নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে তাঁকে বদলির আদেশ দেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
গত ৮ এপ্রিল অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকের আলোকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লাল সমকিম বমকে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়।
বদলির আদেশে বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্স ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন, অন্যথা ৯ এপ্রিল অপরাহ্ণে তাঁকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।
এ আদেশের আলোকে সিনিয়র নার্স লাল সমকিম বম নির্ধারিত সময়ের মধ্যে পদায়নকৃত লালমনিরহাট সদর হাসপাতালে যোগদান করেননি। যার প্রেক্ষিতে গত ২১ এপ্রিল লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী স্বাক্ষরিত একটি পত্রে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবগত করা হয়।
চিঠিতে বলা হয়, পদায়নকৃত সিনিয়র নার্স লাল সমকিম বম অদ্যাবধি যোগদান বা পদায়ন করেননি। সরকারি এ আদেশকে অমান্য করলেন কেএনএফ প্রধানের স্ত্রী।
এদিকে বিষয়টিকে লাল সমকিমের ক্ষমতার প্রভাব বলেও মনে করছেন স্থানীয়রা। রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মচারী আজকের পত্রিকাকে জানিয়েছেন, ‘স্ট্যান্ড রিলিজের কারণে গত ১০ এপ্রিল রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মস্থল ত্যাগ করেছেন লাল সমকিম বম। এরপর থেকে তিনি হাসপাতালে আসেননি।’
গত ৪ এপ্রিল কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী সিনিয়র নার্স লাল সমকিম বম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চাই, আমার স্বামী সুস্থ জীবনে ফিরে আসুক। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তাঁর যাতে কিছু না হয়।’
লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী বলেন, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাল সমকিম বম নামে একজন সিনিয়র নার্সকে বদলি করে লালমনিরহাট সদর হাসপাতালে পদায়নের আদেশ দেন অধিদপ্তর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি যোগদান না করায় অধিদপ্তরকে পত্র দিয়ে অবগত করা হয়েছে।
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী নার্স লাল সমকিম বমকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লালমনিরহাট সদর হাসপাতালে বদলির নির্দেশ দেওয়া হলেও তিনি এখনো চাকরিতে যোগদান করেননি। ফলে তিনি এখন বাধ্যতামূলক স্ট্যান্ড রিলিজে রয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে গত ২১ এপ্রিল লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী স্বাক্ষরিত একটি পত্রে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবগত করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী।
জানা গেছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের পাহাড়ি অঞ্চলে এক নতুন সশস্ত্র সংগঠন আত্মপ্রকাশ করে। বান্দরবানের বম জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছেন। রাঙামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বলে দাবি সংগঠনটির। সংগঠনটি মিয়ানমার থেকে সশস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত বলেও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ সংগঠনটির প্রধান নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সংগঠনটি সম্প্রতি ব্যাংক লুট ও তাণ্ডব চালালে নজরে আসে প্রশাসনের। গত ৭ এপ্রিল ভোরে যৌথ বাহিনী পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করে। একই সঙ্গে সংগঠনটিকে উৎখাত করতে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
সংগঠনটির প্রধান নাথান বমোর স্ত্রী লাল সমকিম বম বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) পদে কর্মরত ছিলেন। এ নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে তাঁকে বদলির আদেশ দেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
গত ৮ এপ্রিল অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকের আলোকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লাল সমকিম বমকে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়।
বদলির আদেশে বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্স ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন, অন্যথা ৯ এপ্রিল অপরাহ্ণে তাঁকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।
এ আদেশের আলোকে সিনিয়র নার্স লাল সমকিম বম নির্ধারিত সময়ের মধ্যে পদায়নকৃত লালমনিরহাট সদর হাসপাতালে যোগদান করেননি। যার প্রেক্ষিতে গত ২১ এপ্রিল লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী স্বাক্ষরিত একটি পত্রে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবগত করা হয়।
চিঠিতে বলা হয়, পদায়নকৃত সিনিয়র নার্স লাল সমকিম বম অদ্যাবধি যোগদান বা পদায়ন করেননি। সরকারি এ আদেশকে অমান্য করলেন কেএনএফ প্রধানের স্ত্রী।
এদিকে বিষয়টিকে লাল সমকিমের ক্ষমতার প্রভাব বলেও মনে করছেন স্থানীয়রা। রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মচারী আজকের পত্রিকাকে জানিয়েছেন, ‘স্ট্যান্ড রিলিজের কারণে গত ১০ এপ্রিল রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মস্থল ত্যাগ করেছেন লাল সমকিম বম। এরপর থেকে তিনি হাসপাতালে আসেননি।’
গত ৪ এপ্রিল কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী সিনিয়র নার্স লাল সমকিম বম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চাই, আমার স্বামী সুস্থ জীবনে ফিরে আসুক। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তাঁর যাতে কিছু না হয়।’
লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী বলেন, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাল সমকিম বম নামে একজন সিনিয়র নার্সকে বদলি করে লালমনিরহাট সদর হাসপাতালে পদায়নের আদেশ দেন অধিদপ্তর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি যোগদান না করায় অধিদপ্তরকে পত্র দিয়ে অবগত করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৩৯ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে