দিনাজপুর প্রতিনিধি
অবশেষে পাঁচ দিন পর দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি স্কুলছাত্র মিনারুল ইসলাম মিনারের (১৬) মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। আজ সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুরের দাইনুর সীমান্তের ৩১৪ / ৪ এস পিলার এলাকায় পতাকা বৈঠকে মিলিত হন বিজিবির ২৯ ব্যাটালিয়নের দাইনুর বিওপির সংশ্লিষ্টরা। দীর্ঘ বৈঠকের পর বিকেল ৫টার দিকে ৩১৪ / ৭ এস পিলার এলাকায় বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।
গত বুধবার রাত ১০টার দিকে দাইনুর সীমান্তের হরিপরপুরের তেলিয়াপাড়া এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় মিনারুল ইসলাম মিনার। নানা জটিলতা দেখিয়ে গত ৪ দিন ধরে তাঁর মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।
মরদেহ প্রদানের সময় উপস্থিত ছিলেন বিজিবি খানপুর ক্যাম্পের কমান্ডার আনিসুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা, আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, নিহত মনিরুলের বাবা জাহাঙ্গীর আলম ও স্বজনেরা।
এ সময় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নিহত মিনারুলকে একনজর দেখতে এলাকাবাসী সীমান্তে ভিড় জমায়। এ দিকে মরদেহ পাওয়ার খবরে নিহত মিনারুলের বাড়িতে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জড়ো হয়। মিনারুলের বাড়িতে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। আজ রাত ৮টার দিকে খানপুর বুড়াপীর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে মাকে রঙের কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিনারুল। তখন সে তার মাকে জানায়, রঙের কাজ শেষ করে আসতে দেরি হবে। এরপর রাত ১০টায় তাঁর মোবাইলে ফোন করা হলে মিনারুলের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে মিনারুল আর বাড়িতে ফেরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে মিনারুলের পরিবার জানতে পারে, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
অবশেষে পাঁচ দিন পর দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি স্কুলছাত্র মিনারুল ইসলাম মিনারের (১৬) মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। আজ সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুরের দাইনুর সীমান্তের ৩১৪ / ৪ এস পিলার এলাকায় পতাকা বৈঠকে মিলিত হন বিজিবির ২৯ ব্যাটালিয়নের দাইনুর বিওপির সংশ্লিষ্টরা। দীর্ঘ বৈঠকের পর বিকেল ৫টার দিকে ৩১৪ / ৭ এস পিলার এলাকায় বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।
গত বুধবার রাত ১০টার দিকে দাইনুর সীমান্তের হরিপরপুরের তেলিয়াপাড়া এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় মিনারুল ইসলাম মিনার। নানা জটিলতা দেখিয়ে গত ৪ দিন ধরে তাঁর মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।
মরদেহ প্রদানের সময় উপস্থিত ছিলেন বিজিবি খানপুর ক্যাম্পের কমান্ডার আনিসুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা, আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, নিহত মনিরুলের বাবা জাহাঙ্গীর আলম ও স্বজনেরা।
এ সময় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নিহত মিনারুলকে একনজর দেখতে এলাকাবাসী সীমান্তে ভিড় জমায়। এ দিকে মরদেহ পাওয়ার খবরে নিহত মিনারুলের বাড়িতে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জড়ো হয়। মিনারুলের বাড়িতে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। আজ রাত ৮টার দিকে খানপুর বুড়াপীর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে মাকে রঙের কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিনারুল। তখন সে তার মাকে জানায়, রঙের কাজ শেষ করে আসতে দেরি হবে। এরপর রাত ১০টায় তাঁর মোবাইলে ফোন করা হলে মিনারুলের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে মিনারুল আর বাড়িতে ফেরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে মিনারুলের পরিবার জানতে পারে, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৭ কর্মচারী প্রায় দেড় বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব কর্মচারী নিয়োগে আড়াই থেকে চার লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়োগকারী প্রতিষ্ঠান ঘুষ লেনদেনের বিষয় অস্বীকার করেছে।
১০ মিনিট আগেগ্রাহকের দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ
১৭ মিনিট আগেআলোচিত-সমালোচিত সাময়িক বরখাস্ত হওয়া সেই সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে মানহানির মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. ইমরান আহম্মেদ তাঁর জামিন দেন...
৩৪ মিনিট আগেপর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ১ ডিসেম্বর থেকে দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে তখন পর্যটকেরা সেন্টমার্টিনমুখী হবেন। তবে আবারও দেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠায় পর্যটনে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।
৩৮ মিনিট আগে