লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে হরতালে সংঘর্ষে নিহত শ্রমিকনেতা জাহাঙ্গীর হত্যা মামলায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. মিজানুর রহমান তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, একই কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, একই ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম সুজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সোহাগ পাটোয়ারী এবং একই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন।
লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি আকমল হোসেন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে আসামিরা এ মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে আজ লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।
আদালতের পুলিশ জানায়, গত বছরের ২৯ অক্টোবর বিএনপির হরতালে সংঘর্ষে সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম আহত হন। গুরুতর আহতাবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে এ ঘটনায় ১ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হুকুমের আসামি করে ৮১ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
লালমনিরহাটে হরতালে সংঘর্ষে নিহত শ্রমিকনেতা জাহাঙ্গীর হত্যা মামলায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. মিজানুর রহমান তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, একই কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, একই ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম সুজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সোহাগ পাটোয়ারী এবং একই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন।
লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি আকমল হোসেন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে আসামিরা এ মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে আজ লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।
আদালতের পুলিশ জানায়, গত বছরের ২৯ অক্টোবর বিএনপির হরতালে সংঘর্ষে সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম আহত হন। গুরুতর আহতাবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে এ ঘটনায় ১ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হুকুমের আসামি করে ৮১ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১৩ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩৩ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৩৭ মিনিট আগে