বড়পুকুরিয়া শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)
Thumbnail image

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে ঘণ্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের সামনে মানববন্ধন করেন তাঁরা। 

মানব বন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সহ প্রমুখ। 

বক্তারা বলেন, ‘দীর্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। ১৪৩ জন উন্নয়ন শ্রমিকে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি।’ তারা বলেন, আগামী ২৯ আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ না হলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। 

নিয়োগের বিষয়ে জানতে চাইলে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী জানান, নিয়োগের বিষয়টি নিয়ে ওপর মহলের কোনো নির্দেশনা আসেনি। এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত