Ajker Patrika

ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দুনীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে মুন্নী আক্তার (২৫)।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এ সময় ঘুন্টিঘর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

পথচারীরা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নী আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে নেওয়ার পথে মোমেনা বেগম মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘুণ্টিঘর এলাকায় সড়কের ওপর ধান শুকাতে দেওয়া হয়েছিল এবং সেখানে একটি গাছের গুঁড়ি রাখা হয়েছে ছিল। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত