Ajker Patrika

সৈয়দপুরে ১০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৪, ২১: ৩৭
সৈয়দপুরে ১০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে বেসরকারি সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন। আজ সোমবার শহরের ইসলামবাগ এলাকার ফিদালী মাঠে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী।

উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামাণিক, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ম্যানেজার মো. আসাদুল্লাহ, পৌর কাউন্সিলর সৈয়দ মনজুর আলম, আনোয়ারুল ইসলাম মানিক, মোস্তাফিজুর রহমান সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. রুবিনা, ইয়াসমিন পারভীন, সাবিয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতী ১০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আয়োজকেরা জানান, এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থী সৈয়দপুর শহরের বস্তি এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থী। তারা ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের কাপ-আপ প্রকল্পের আওতায় শহরের বাঁশবাড়ী এলাকার ধ্রুবতারা ডাম ইউসিএলসি ও কয়া মিস্ত্রিপাড়া এলাকার আশার আলো ডাম ইউসিএলসির ২০২১ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরবর্তীকালে ২০২২ সালে তারা সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং শের-ই বাংলা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বে সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত