ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার পর সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিলগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে সোহাগ (২৮), খতিবের ছেলে দুলাল হোসেন (২৬), আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন (৫২), ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান (২২), মরহুম শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ (৪৮), ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (২৮) ও আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৫০)।
এর আগে বুধবার বিকেলে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্রামে মাদক মামলার আসামি মাইনুদ্দিন ওরফে ছোটনকে (২৮) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ কর্মকর্তা। আহতরা হলেন, হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ও রাশেদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, দুজন পুলিশ কর্মকর্তার মধ্যে আব্দুর রশিদ গুরুতর আহত হয়েছেন।
ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, তুচ্ছ ঘটনায় দিলগাঁওসহ আশপাশ এলাকার মানুষ একটুতে উত্তেজিত হয়। তবে যেন নিরপরাধ মানুষকে হয়রানি না হয় সে জন্য পুলিশে কাছে অনুরোধ জানাই।
হরিপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) দীন মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলা করায় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে ৬০-৭০ ব্যক্তি দলবদ্ধভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার পর সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিলগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে সোহাগ (২৮), খতিবের ছেলে দুলাল হোসেন (২৬), আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন (৫২), ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান (২২), মরহুম শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ (৪৮), ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (২৮) ও আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৫০)।
এর আগে বুধবার বিকেলে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্রামে মাদক মামলার আসামি মাইনুদ্দিন ওরফে ছোটনকে (২৮) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ কর্মকর্তা। আহতরা হলেন, হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ও রাশেদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, দুজন পুলিশ কর্মকর্তার মধ্যে আব্দুর রশিদ গুরুতর আহত হয়েছেন।
ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, তুচ্ছ ঘটনায় দিলগাঁওসহ আশপাশ এলাকার মানুষ একটুতে উত্তেজিত হয়। তবে যেন নিরপরাধ মানুষকে হয়রানি না হয় সে জন্য পুলিশে কাছে অনুরোধ জানাই।
হরিপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) দীন মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলা করায় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে ৬০-৭০ ব্যক্তি দলবদ্ধভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৮ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩৭ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে