ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার মধ্যরাতে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বন্দুক ও গোলাবারুদ পাচার হবে এমন তথ্য পায় বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে বিজিবির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
এ সময় সীমানা পিলার-৯৮৫-এর সাব পিলার ৩-এর কাছ দিয়ে কয়েকজনকে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের আটকের চেষ্টা করে। সন্দেহভাজন ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবির টহলদল ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনা বন্দুক, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি উদ্ধার করে। এ ছাড়া একটি হিরো ইগনেটর ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা বন্দুক, গোলাবারুদ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত দিয়ে চোরাকারবার ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার মধ্যরাতে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বন্দুক ও গোলাবারুদ পাচার হবে এমন তথ্য পায় বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে বিজিবির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
এ সময় সীমানা পিলার-৯৮৫-এর সাব পিলার ৩-এর কাছ দিয়ে কয়েকজনকে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের আটকের চেষ্টা করে। সন্দেহভাজন ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবির টহলদল ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনা বন্দুক, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি উদ্ধার করে। এ ছাড়া একটি হিরো ইগনেটর ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা বন্দুক, গোলাবারুদ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত দিয়ে চোরাকারবার ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়। তাঁদের কাছ থেকে ছুরি ও চাকু উদ্ধার করেছে পুলিশ।
২৫ মিনিট আগেখুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিদুল হক শাহিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। তিনি নগরীর দৌলতপুর কাত্তিককুল এলাকার আবদুর রশিদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
৭ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
৭ ঘণ্টা আগে