প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রতিবেশীর ছাগল বেঁধে রাখায় খাদীজা বেগম নামের এক গৃহবধূকে মারধর করে তাঁর বৃদ্ধাঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূর স্বামীর নাম নূরুল ইসলাম। এ ঘটনায় আহতের স্বামী নূরুল ইসলাম ও শাশুড়ি আমিনা বেগম গুরুতর আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নূরুল ইসলাম বলেন, ‘আমার বাড়ির সামনে শসা আবাদ করেছি। এলাকার জোনাব আলী মুন্সির ছেলে আবু তালেবের ছাগল এসে শসার গাছ ও শসা খেয়ে ফেলে। তা দেখে আমার স্ত্রী খাদিজা ছাগলটি ধরে বেঁধে রাখে। এ সময় আবু তালেব, তাঁর ছেলে সাইয়াকুল, কুদ্দুস আজিজ বাড়ি এসে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে তাঁদের সঙ্গে আমার স্ত্রীর বাগ্বিতন্ডা হয়। আমি বাড়ির পাশের খেতে ধান কাটছিলাম। চিৎকার শুনে সেখানে এসে বাধা দিই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং আমার স্ত্রী ও আমার মাকেও বেধড়ক মারধর করে। এ সময় ধারালো ছুরি দিয়ে আমার স্ত্রীর ডান হাতের বুড়ো আঙুল কেটে ফেলে আবু তালেবের ছেলেরা। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করান। এতে আমার স্ত্রীর অবস্থা খারাপ হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত নূরুল ইসলাম।
এ বিষয়ে জানতে অনেক যোগাযোগ করেও অভিযুক্তদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনাটি সম্পর্কে এখনো অবহিত নন জানিয়ে বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রতিবেশীর ছাগল বেঁধে রাখায় খাদীজা বেগম নামের এক গৃহবধূকে মারধর করে তাঁর বৃদ্ধাঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূর স্বামীর নাম নূরুল ইসলাম। এ ঘটনায় আহতের স্বামী নূরুল ইসলাম ও শাশুড়ি আমিনা বেগম গুরুতর আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নূরুল ইসলাম বলেন, ‘আমার বাড়ির সামনে শসা আবাদ করেছি। এলাকার জোনাব আলী মুন্সির ছেলে আবু তালেবের ছাগল এসে শসার গাছ ও শসা খেয়ে ফেলে। তা দেখে আমার স্ত্রী খাদিজা ছাগলটি ধরে বেঁধে রাখে। এ সময় আবু তালেব, তাঁর ছেলে সাইয়াকুল, কুদ্দুস আজিজ বাড়ি এসে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে তাঁদের সঙ্গে আমার স্ত্রীর বাগ্বিতন্ডা হয়। আমি বাড়ির পাশের খেতে ধান কাটছিলাম। চিৎকার শুনে সেখানে এসে বাধা দিই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং আমার স্ত্রী ও আমার মাকেও বেধড়ক মারধর করে। এ সময় ধারালো ছুরি দিয়ে আমার স্ত্রীর ডান হাতের বুড়ো আঙুল কেটে ফেলে আবু তালেবের ছেলেরা। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করান। এতে আমার স্ত্রীর অবস্থা খারাপ হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত নূরুল ইসলাম।
এ বিষয়ে জানতে অনেক যোগাযোগ করেও অভিযুক্তদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনাটি সম্পর্কে এখনো অবহিত নন জানিয়ে বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২৬ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
১ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২ ঘণ্টা আগে