Ajker Patrika

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রের বাড়িতে মাদ্রাসাছাত্রীর অবস্থান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৮: ০৪
স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রের বাড়িতে মাদ্রাসাছাত্রীর অবস্থান

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রের বাড়িতে দুই দিন থেকে অবস্থান করছেন এক মাদ্রাসাছাত্রী। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। উপজেলার তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকেই ওই কলেজছাত্র গাঢাকা দিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আতিকুর রহমান আতিকের (১৮) সঙ্গে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার ওই মাদ্রাসাছাত্রীর সঙ্গে (১৯) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রীর দাবি, তাঁদের বিয়ে হয়েছে। এই দাবি নিয়ে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে ওই ছাত্রী আতিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান করছেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। 

এদিকে জন্মসনদে ও অ্যাফিডেভিটে ওই যুবকের নাম ও বয়স আলাদা পাওয়া যায়। জন্মসনদ অনুযায়ী ওই যুবকের নাম আতিকুর রহমান আতিক এবং বয়স ১৮ বছর। অন্যদিকে ছাত্রীর কাছ থেকে পাওয়া বিয়ের অ্যাফিডেভিটে দেখা যায় তাঁর নাম রাকিব হাসান এবং বয়স ২২ বছর। তবে দুই জায়গায় বাবার নাম একই দেখা যায়। তবে আতিক ও রাকিব একই ব্যক্তি এ বিষয়টি নিশ্চিত করেছেন উভয় পক্ষ। 

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় অনশনরত ওই শিক্ষার্থীর সঙ্গে। তিনি জানান, মাদ্রাসায় পড়াকালীন মোবাইলের মাধ্যমে আতিকুর রহমান আতিক ওরফে রাকিব হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। তাঁর দাবি, ১১ মাস আগে তাঁরা অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। এরপর থেকে তিনি তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছেন। হঠাৎ করেই ৬ মাস থেকে রাকিব তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তাই তিনি বাধ্য হয়ে গতকাল সোমবার দুপুরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন। তবে তাঁকে দেখার পরেই রাকিব গাঢাকা দিয়েছেন। 

তিনি বলেন, ‘স্বামী রাকিব যদি আমাদের বিয়ের সম্পর্ক অস্বীকার করে তবেই আমি বাড়ি চলে যাব। তাঁর সঙ্গে দেখা না করা পর্যন্ত আমি এখানেই থাকব। আমি তাঁকে রাকিব হাসান নামেই চিনি, অথচ এখানে এসে জানতে পারি তাঁর নাম আতিকুর রহমান আতিক।’ 

এদিকে যুবক রাকিবের ভাই রাশেদ মিয়া বলেন, ‘আমার ভাই ২০২১ সালে এসএসসি পাস করেছে। বর্তমানে সে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই মেয়ের সঙ্গে আমার ভাইয়ের মাত্র কয়েক দিনের সম্পর্ক ছিল। প্রথমবার দেখা করতে গিয়েই মেয়ের স্বজনেরা আমার ভাইকে আটকিয়ে মীমাংসার কথা বলে আমাদের কাছে ৩০ হাজার টাকা আদায় করে। ওই সময়ে আমার ভাইয়ের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে নেয় তারা। এরপর হঠাৎ করে সোমবার থেকে ওই মেয়ে নিজেকে আতিকের স্ত্রী দাবি করে আমাদের বাড়িতে অবস্থান করছে। অ্যাফিডেভিটে আমার ভাইয়ের বয়স ২২ বছর ও নাম রাকিব হাসান উল্লেখ করা হয়েছে, যা মিথ্যা। মেয়ের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি তারা যদি উপর্যুক্ত প্রমাণ দেখাতে পারেন তখন আমরা ওই মেয়েকে মেনে নিব। আমার ভাই বর্তমানে বাইরে অবস্থান করছে।’ 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, ‘অনশনের বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত