রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে দুর্গাপূজা। সনাতন ধর্মের মানুষের বড় উৎসব। এ উৎসবের সময় দুর্গাপূজার মণ্ডপগুলো পাহারা দিতে হবে। দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, পাড়ায় পাড়ায় পূজামণ্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার গণ–আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছেন, গুম করেছেন। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছেন। এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে, শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশটা দুর্নীতি করে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান–এমপি পর্যন্ত লুটপাট করেছেন। এখন আমরা স্বাধীন হয়েছি, অন্তর্বর্তীকালীন অল্প দিনের সরকার। তারা নির্বাচনী পরিবেশ তৈরি করবে। আইনশৃঙ্খলা ঠিক রাখবে। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এদিকে আবার মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়ে যাবে, তাই মাদ্রাসাগুলোতে অনেক অন্যায়–অত্যাচার করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতা-কর্মীকে শাপলা চত্বরে রাতের আঁধারে গুলি করে হত্যা করেছে। এই খুনি আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনাকে কখনোই এ দেশের জনগণ ক্ষমা করবে না। মানবতাহীন আচরণ করায় তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’
উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জেড মূর্তজা চৌধুরী তুলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, পয়গাম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে দুর্গাপূজা। সনাতন ধর্মের মানুষের বড় উৎসব। এ উৎসবের সময় দুর্গাপূজার মণ্ডপগুলো পাহারা দিতে হবে। দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, পাড়ায় পাড়ায় পূজামণ্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার গণ–আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছেন, গুম করেছেন। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছেন। এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে, শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশটা দুর্নীতি করে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান–এমপি পর্যন্ত লুটপাট করেছেন। এখন আমরা স্বাধীন হয়েছি, অন্তর্বর্তীকালীন অল্প দিনের সরকার। তারা নির্বাচনী পরিবেশ তৈরি করবে। আইনশৃঙ্খলা ঠিক রাখবে। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এদিকে আবার মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়ে যাবে, তাই মাদ্রাসাগুলোতে অনেক অন্যায়–অত্যাচার করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতা-কর্মীকে শাপলা চত্বরে রাতের আঁধারে গুলি করে হত্যা করেছে। এই খুনি আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনাকে কখনোই এ দেশের জনগণ ক্ষমা করবে না। মানবতাহীন আচরণ করায় তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’
উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জেড মূর্তজা চৌধুরী তুলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, পয়গাম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে