বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ ভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় পথিমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৩ বস্তা চাল ও ৬ বস্তা ডাল স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া মোড়ে এই ঘটনা ঘটে।
বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের সাহিরুল, শুকদেবপুর গ্রামের পারভেজ ও দারইল গ্রামের শাহিনুর ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে দুটি ভ্যান ও একটি অটোরিকশায় করে টিসিবির পণ্য বহনের সময় ঢেরাপাটিয়া মোড়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভ্যানগুলো আটক করে চালকদের পণ্যের বিষয়ে জিজ্ঞেস করেন।
ভ্যান চালকেরা স্থানীয়দের জানান, ধামইর ইউপি কার্যালয় থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম ৩০ কেজি করে ওজনের ৩৩ বস্তা চাল ও ৫০ কেজি করে ওজনের ছয় বস্তা মসুর ডাল ইউপির কার্যালয় থেকে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য তাঁদেরকে ভাড়া নিয়েছেন।
টিসিবির পণ্য পরিবহন করা ভ্যান ও অটোচালকেরা হলেন ধামইর গ্রামের আইজুল (চিকু) ও একই গ্রামের রাশিদুল এবং গোবিন্দপুর মেহেরবাগ (খেড়বাড়ি) গ্রামের ফয়জুল ইসলাম। তাঁরা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমের নির্দেশে মালামালগুলো পরিবহন করেছেন বলে জানান।
এ বিষয়ে টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় অনেকে অনুপস্থিত থাকেন। তাঁদের মধ্যে বিতরণের জন্য চাল-ডাল সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমকে দিয়ে দিয়েছি। এ বিষয়ে তাঁরা বলতে পারবেন।
ডিলার ইশতেকার বলেন, গত দুদিন ধরে পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় ইউপি সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে। ইউনিয়নে টিসিবির মোট সুফলভোগী ২ হাজার ৮২৪ জন।
ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু বলেন, ডিলারের পয়েন্টে অনুপস্থিত থাকা উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল-ডাল আমার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল রোববার বিতরণ করা হবে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল ধরেননি।
দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ ভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় পথিমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৩ বস্তা চাল ও ৬ বস্তা ডাল স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া মোড়ে এই ঘটনা ঘটে।
বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের সাহিরুল, শুকদেবপুর গ্রামের পারভেজ ও দারইল গ্রামের শাহিনুর ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে দুটি ভ্যান ও একটি অটোরিকশায় করে টিসিবির পণ্য বহনের সময় ঢেরাপাটিয়া মোড়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভ্যানগুলো আটক করে চালকদের পণ্যের বিষয়ে জিজ্ঞেস করেন।
ভ্যান চালকেরা স্থানীয়দের জানান, ধামইর ইউপি কার্যালয় থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম ৩০ কেজি করে ওজনের ৩৩ বস্তা চাল ও ৫০ কেজি করে ওজনের ছয় বস্তা মসুর ডাল ইউপির কার্যালয় থেকে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য তাঁদেরকে ভাড়া নিয়েছেন।
টিসিবির পণ্য পরিবহন করা ভ্যান ও অটোচালকেরা হলেন ধামইর গ্রামের আইজুল (চিকু) ও একই গ্রামের রাশিদুল এবং গোবিন্দপুর মেহেরবাগ (খেড়বাড়ি) গ্রামের ফয়জুল ইসলাম। তাঁরা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমের নির্দেশে মালামালগুলো পরিবহন করেছেন বলে জানান।
এ বিষয়ে টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় অনেকে অনুপস্থিত থাকেন। তাঁদের মধ্যে বিতরণের জন্য চাল-ডাল সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমকে দিয়ে দিয়েছি। এ বিষয়ে তাঁরা বলতে পারবেন।
ডিলার ইশতেকার বলেন, গত দুদিন ধরে পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় ইউপি সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে। ইউনিয়নে টিসিবির মোট সুফলভোগী ২ হাজার ৮২৪ জন।
ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু বলেন, ডিলারের পয়েন্টে অনুপস্থিত থাকা উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল-ডাল আমার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল রোববার বিতরণ করা হবে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল ধরেননি।
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
২৪ মিনিট আগেইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
২ ঘণ্টা আগে