রংপুর প্রতিনিধি
থানার কক্ষে বসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর প্রত্যাহার করা হলেও থানায় বসে বহালতবিয়তে কাজ করে যাচ্ছেন রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। ওসিকে থানা থেকে দ্রুত প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।
আজ শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওসির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শিকার ভুক্তভোগী ও স্থানীয়রা অংশ নেন।
বক্তারা মানববন্ধনে জানান, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করার পরেও কীভাবে থানায় দায়িত্ব পালন করছেন! তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নিয়ে রুপম রহমান নামের একজন ঠিকাদার অভিযোগ করে বলেন, ‘ঢাকা-এলেঙ্গা মহাসড়ক প্রকল্পে বালু সরবরাহ করছিলাম। ওসিকে কমিশনের টাকা না দেওয়ায় আমার গাড়ি বন্ধ করে দেওয়া হয়। পরে আমাকে ৯ হাজার টাকা ও হাতঘড়ি ছিনতাই মামলার আসামি করা হয়।’
মিঠিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আপিরুল ইসলাম বলেন, ‘জমিজমা নিয়ে আদালতের বিচারাধীন মামলার তোয়াক্কা না করে সেই জমির ঘরবাড়ি উচ্ছেদ করে আমাকে গ্রেপ্তার করা হয়। এখন আমার নামে দুটি মামলা। ওসি যে দুর্নীতিবাজ মানুষ তা নিজ চোখে দেখেছি। আমরা পীরগঞ্জ থেকে ওসি জাকিরের প্রত্যাহার চাই। ঘুষকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত সাজা চাই।’
এর আগে রংপুর জেলা পুলিশের প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়টি প্রমাণিত হওয়ায় ২৪ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ২৩ এপ্রিল (রোববার) পীরগঞ্জ থানার ভেতরে ওসির অফিসকক্ষে জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ফাঁস হয়।
ছড়িয়ে যাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি জাকির হোসেনের অফিস রুমে নীল রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে দিচ্ছেন। এ সময় ওই ব্যক্তি ওসিকে বলছেন, ‘ভাই, আপনার খাট বাবদ দেওয়া হয়েছে ৬১ হাজার টাকা, আজকে দিলাম ৬০ হাজার, মোট ১ লাখ ২০ হাজার এবং বিভিন্ন কাজ বাবদ দেওয়া হয়েছে ১৫ হাজার করে মোট ৩০ হাজার। সব মিলে দেড় লাখ পার। এর পরে আপনি হিসাব করে আমাদের দেবেন।’ প্রত্যুত্তরে ওসি জাকির বলেন, ‘আমি কী কাউকে দেই?’ বলে টাকা ফেরত দেন। এরপর বলেন, ‘খাট বাবদ যেগুলো দিছেন, সেগুলো ওই লাইনের, এই লাইনের না।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যারা মানববন্ধন করেছেন তাঁরা বিভিন্ন মামলার আসামি। একেকজনের নামে দুই-তিনটি মামলা রয়েছে। মানববন্ধনে দাঁড়ানো অনেক নারী-পুরুষকে এক শ টাকার বিনিময়ে, কর্ম ও বাড়িঘর দেওয়ার কথা বলে ডেকে নিয়েছে। সব চক্রান্ত।’
ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে ওসি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বালু ব্যবসায়ীর মধ্যে বিরোধ ছিল। তা আমি মধ্যস্থতাকারী হয়ে মিটমাট করে দিচ্ছিলাম, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত একটি চক্র আমাকে ফাঁসানোর জন্য এবং তাদের স্বার্থ রক্ষার জন্য এমনটি করেছে। ’
এ বিষয়ে জানতে চাইলে রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘পীরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্তির আদেশ দিয়েছি। ওই আদেশের অনুলিপি দিয়েছি পুলিশের ঊর্ধ্বতন দপ্তরেও। সেখান থেকেও আদেশ আসবে। হয়তো সেই আদেশের অপেক্ষায় আছেন ওসি।’
থানার কক্ষে বসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর প্রত্যাহার করা হলেও থানায় বসে বহালতবিয়তে কাজ করে যাচ্ছেন রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। ওসিকে থানা থেকে দ্রুত প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।
আজ শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওসির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শিকার ভুক্তভোগী ও স্থানীয়রা অংশ নেন।
বক্তারা মানববন্ধনে জানান, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করার পরেও কীভাবে থানায় দায়িত্ব পালন করছেন! তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নিয়ে রুপম রহমান নামের একজন ঠিকাদার অভিযোগ করে বলেন, ‘ঢাকা-এলেঙ্গা মহাসড়ক প্রকল্পে বালু সরবরাহ করছিলাম। ওসিকে কমিশনের টাকা না দেওয়ায় আমার গাড়ি বন্ধ করে দেওয়া হয়। পরে আমাকে ৯ হাজার টাকা ও হাতঘড়ি ছিনতাই মামলার আসামি করা হয়।’
মিঠিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আপিরুল ইসলাম বলেন, ‘জমিজমা নিয়ে আদালতের বিচারাধীন মামলার তোয়াক্কা না করে সেই জমির ঘরবাড়ি উচ্ছেদ করে আমাকে গ্রেপ্তার করা হয়। এখন আমার নামে দুটি মামলা। ওসি যে দুর্নীতিবাজ মানুষ তা নিজ চোখে দেখেছি। আমরা পীরগঞ্জ থেকে ওসি জাকিরের প্রত্যাহার চাই। ঘুষকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত সাজা চাই।’
এর আগে রংপুর জেলা পুলিশের প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়টি প্রমাণিত হওয়ায় ২৪ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ২৩ এপ্রিল (রোববার) পীরগঞ্জ থানার ভেতরে ওসির অফিসকক্ষে জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ফাঁস হয়।
ছড়িয়ে যাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি জাকির হোসেনের অফিস রুমে নীল রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে দিচ্ছেন। এ সময় ওই ব্যক্তি ওসিকে বলছেন, ‘ভাই, আপনার খাট বাবদ দেওয়া হয়েছে ৬১ হাজার টাকা, আজকে দিলাম ৬০ হাজার, মোট ১ লাখ ২০ হাজার এবং বিভিন্ন কাজ বাবদ দেওয়া হয়েছে ১৫ হাজার করে মোট ৩০ হাজার। সব মিলে দেড় লাখ পার। এর পরে আপনি হিসাব করে আমাদের দেবেন।’ প্রত্যুত্তরে ওসি জাকির বলেন, ‘আমি কী কাউকে দেই?’ বলে টাকা ফেরত দেন। এরপর বলেন, ‘খাট বাবদ যেগুলো দিছেন, সেগুলো ওই লাইনের, এই লাইনের না।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যারা মানববন্ধন করেছেন তাঁরা বিভিন্ন মামলার আসামি। একেকজনের নামে দুই-তিনটি মামলা রয়েছে। মানববন্ধনে দাঁড়ানো অনেক নারী-পুরুষকে এক শ টাকার বিনিময়ে, কর্ম ও বাড়িঘর দেওয়ার কথা বলে ডেকে নিয়েছে। সব চক্রান্ত।’
ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে ওসি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বালু ব্যবসায়ীর মধ্যে বিরোধ ছিল। তা আমি মধ্যস্থতাকারী হয়ে মিটমাট করে দিচ্ছিলাম, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত একটি চক্র আমাকে ফাঁসানোর জন্য এবং তাদের স্বার্থ রক্ষার জন্য এমনটি করেছে। ’
এ বিষয়ে জানতে চাইলে রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘পীরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্তির আদেশ দিয়েছি। ওই আদেশের অনুলিপি দিয়েছি পুলিশের ঊর্ধ্বতন দপ্তরেও। সেখান থেকেও আদেশ আসবে। হয়তো সেই আদেশের অপেক্ষায় আছেন ওসি।’
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
৩২ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
৩৭ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
৩৭ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
৪৪ মিনিট আগে