সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে ভোট করায় সাত বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, ৪৭ এর ‘ঠ’ ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাঁদের বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ের আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
আজ সোমবার উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী বহিষ্কৃতদের নাম ঘোষণা করেন। তাঁদের বহিষ্কারের চিঠি এরই মধ্যে জেলা কমিটিতে পাঠানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- বামনডাঙা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাবেদ, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ বদিরুল আহসান সেলিম, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জহুরুল হক সরদার, রামজীবন ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হুদা, ধোপাডাঙা ইউনিয়ন আওয়ামী লীগ কুপন সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, কঞ্চিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কুপন সদস্য দুর্লভ চন্দ্র মণ্ডল, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কুপন সদস্য মন্জু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্ম আহ্বায়ক হাফিজা বেগম কাকলি, আহসান আজিজার সরদার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, সফিউল ইসলাম আলম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি গণেশ শীল, পৌর যুবলীগ সভাপতি মারুফ হোসেন বাদল, সাবেক কাউন্সিলর সাজু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। গত ৭ নভেম্বর বহিষ্কৃত সদস্যদের প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় প্রার্থীর সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তাঁরা উপজেলা কমিটির সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তাঁদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে ভোট করায় সাত বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, ৪৭ এর ‘ঠ’ ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাঁদের বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ের আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
আজ সোমবার উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী বহিষ্কৃতদের নাম ঘোষণা করেন। তাঁদের বহিষ্কারের চিঠি এরই মধ্যে জেলা কমিটিতে পাঠানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- বামনডাঙা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাবেদ, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ বদিরুল আহসান সেলিম, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জহুরুল হক সরদার, রামজীবন ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হুদা, ধোপাডাঙা ইউনিয়ন আওয়ামী লীগ কুপন সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, কঞ্চিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কুপন সদস্য দুর্লভ চন্দ্র মণ্ডল, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কুপন সদস্য মন্জু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্ম আহ্বায়ক হাফিজা বেগম কাকলি, আহসান আজিজার সরদার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, সফিউল ইসলাম আলম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি গণেশ শীল, পৌর যুবলীগ সভাপতি মারুফ হোসেন বাদল, সাবেক কাউন্সিলর সাজু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। গত ৭ নভেম্বর বহিষ্কৃত সদস্যদের প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় প্রার্থীর সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তাঁরা উপজেলা কমিটির সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তাঁদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে