নীলফামারীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারী প্রতিনিধি
Thumbnail image
বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা শহরের টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার হাজীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়, আমিনা প্রতিবন্ধী বিদ্যালয়, নীলাচল প্রতিবন্ধী বিদ্যালয় এবং চাঁদেরহাট প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, দীর্ঘ লাফ, ফুটবল, বল পাসিং, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো, বেলুন ফুটানো প্রভৃতি।

বিকেলে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম বলেন, ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া দপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত