Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে ৮৮ লাখ টাকার বেলে পাথর উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৪: ৩৭
ঠাকুরগাঁওয়ে ৮৮ লাখ টাকার বেলে পাথর উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৭৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেলে পাথর উদ্ধার করেছে টাস্কফোর্স। উদ্ধার করা এই বেলে পাথরের মূল্য ৮৭ লাখ ৮৫ হাজার টাকা।

গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার পীরহাটা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় বেলে পাথরটি উদ্ধার করা হয়।

টাস্কফোর্স কমিটির সদস্যরা জানান, গোপন সংবাদে ঠাকুরগাঁও-৫ বিজিবির হরিপুর কোম্পানি কান্দাল ক্যাম্পের একটি আভিযানিক দল পীরহাটা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই এলাকার একটি ধান ভাঙার মিলের পাশে পরিত্যক্ত অবস্থায় পাথরটি উদ্ধার করেন পুলিশ ও বিজিবি সমন্বিত টাস্কফোর্সের সদস্যরা।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, উদ্ধারের পর বেলে পাথরটি বিজিবি নিজ হেফাজতে নিয়ে গেছে। এটি পরীক্ষা-নিরীক্ষার পর প্রত্নতাত্ত্বিক বিভাগে জমা দেওয়া হবে। এসব পুরাকীর্তি ঐতিহাসিক গুরুত্বের কারণে মহামূল্যবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত