Ajker Patrika

দেশবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৫৫
দেশবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে: আসাদুজ্জামান নূর

সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, ‘তৃণমূল পর্যায় থেকে সদস্য সংগ্রহ করে দলকে সুসংগঠিত করতে হবে। এভাবে সংগঠিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে হবে।’

আজ শুক্রবার বিকেলে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধনের সময় এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে দলকে সুসংগঠিত করে দেশবিরোধী শক্তিসমূহকে প্রতিহত করতে হবে।’

আসাদুজ্জামান নূর বলেন, ‘সাম্প্রতিক করোনাসংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট দেখা দিয়েছে। তা সত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হলো। প্রথম পর্যায়ে আমরা ৫০ হাজার নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করব। এক মাসব্যাপী এ কার্যক্রম চলবে।’

অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাফিজুর রশীদ মঞ্জু, অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত