দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ছয় সংসদীয় আসনে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে যাচাই–বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদ। তবে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর ওই প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্রের সঙ্গে মোট ভোটারের এক শতাংশের এনআইডি কার্ডের দাখিল করা তথ্য সঠিক না থাকায় ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীর পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা ২০১১ এর বিধি ৫ অনুযায়ী এই কার্যক্রম করা হয়েছে।’
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগ নেতা আবু হুসাইন ওরফে বিপু, দিনাজপুর-৩ (সদর) আসনে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আওয়ামী লীগের নেতা তোজাম্মেল হক এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।
এ বিষয়ে দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম না। প্রতিনিধির কাছে শুনেছি। তবে যেহেতু আপিল করার সুযোগ আছে, সে ক্ষেত্রে দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’
এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত দিনাজপুরের ছয় আসনে মোট ৩৪ জন মনোনয়নপত্র জমা দেন। সেখানে ছয় আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে একই দলের স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাতজন। এ ছাড়া জাতীয় পার্টির ছয়জন ও অন্যান্য ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
দিনাজপুরে ছয় সংসদীয় আসনে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে যাচাই–বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদ। তবে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর ওই প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্রের সঙ্গে মোট ভোটারের এক শতাংশের এনআইডি কার্ডের দাখিল করা তথ্য সঠিক না থাকায় ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীর পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা ২০১১ এর বিধি ৫ অনুযায়ী এই কার্যক্রম করা হয়েছে।’
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগ নেতা আবু হুসাইন ওরফে বিপু, দিনাজপুর-৩ (সদর) আসনে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আওয়ামী লীগের নেতা তোজাম্মেল হক এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।
এ বিষয়ে দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম না। প্রতিনিধির কাছে শুনেছি। তবে যেহেতু আপিল করার সুযোগ আছে, সে ক্ষেত্রে দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’
এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত দিনাজপুরের ছয় আসনে মোট ৩৪ জন মনোনয়নপত্র জমা দেন। সেখানে ছয় আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে একই দলের স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাতজন। এ ছাড়া জাতীয় পার্টির ছয়জন ও অন্যান্য ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
১ few সেকেন্ড আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
৯ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
১৫ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে