Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

ঠাকুরগাঁও পৌরশহরের একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে পৌরশহরের বাজার পাড়া মহল্লার সুনীল কুমার কুন্ডুর (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী সুনীল কুমার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

থানার অভিযোগ থেকে জানা যায়, সুনীলের বাড়ির লোকজন শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরেন। এ সময় ঘরে চেতনানাশক স্প্রে করে চোরের দল। পরিবারের সকলে অচেতন হয়ে পড়লে চোরেরা বাড়ির ভেতর ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়।

শনিবার দুপুর পর্যন্ত বিষয়টি কেউই বুঝতে পারেনি। দুপুরের পরও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে এক প্রতিবেশীর তাদের বাড়িতে গিয়ে ঘরের সবাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে আশপাশের অন্যান্য প্রতিবেশীদের বিষয়টি জানায়। আশপাশের প্রতিবেশীরা এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁরা সুস্থ হয়ে ওঠেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর নিকট থেকে অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত