নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
২৪ ঘণ্টা পর নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারানো হয়েছে। আজ সোমবার ঢাকা থেকে আসা প্রকৌশলীদের দুই ঘণ্টার চেষ্টায় রানওয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি শনাক্ত হয়। পরে বিমানবন্দরের রানওয়ে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে প্রকৌশলীরা সৈয়দপুরে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বৈদ্যুতিক লাইনের ত্রুটি শনাক্ত করেন। দুটি লাইনের মধ্যে একটি সারতে পেরেছেন তাঁরা। অন্যটির কাজ চলছে।’
সুপ্লব কুমার বলেন, ‘রাতে একটি লাইন দিয়েই বিমান ওঠানামা স্বাভাবিক করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এর ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে ইউএস-বাংলা ও নভোএয়ার এয়ারলাইনসের একটি করে ফ্লাইট অবতরণ করে। রাত সাড়ে ৮টার পর ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।’
এর আগে রোববার বিকেলের দিকে হঠাৎ বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এ কারণে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে। এতে বিমানবন্দরে আটকা পড়েন ঢাকাগামী দুই শতাধিক যাত্রী। আজ (সোমবার) সকালের ফ্লাইটে আটকে পড়া যাত্রীদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন—
২৪ ঘণ্টা পর নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারানো হয়েছে। আজ সোমবার ঢাকা থেকে আসা প্রকৌশলীদের দুই ঘণ্টার চেষ্টায় রানওয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি শনাক্ত হয়। পরে বিমানবন্দরের রানওয়ে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে প্রকৌশলীরা সৈয়দপুরে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বৈদ্যুতিক লাইনের ত্রুটি শনাক্ত করেন। দুটি লাইনের মধ্যে একটি সারতে পেরেছেন তাঁরা। অন্যটির কাজ চলছে।’
সুপ্লব কুমার বলেন, ‘রাতে একটি লাইন দিয়েই বিমান ওঠানামা স্বাভাবিক করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এর ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে ইউএস-বাংলা ও নভোএয়ার এয়ারলাইনসের একটি করে ফ্লাইট অবতরণ করে। রাত সাড়ে ৮টার পর ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।’
এর আগে রোববার বিকেলের দিকে হঠাৎ বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এ কারণে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে। এতে বিমানবন্দরে আটকা পড়েন ঢাকাগামী দুই শতাধিক যাত্রী। আজ (সোমবার) সকালের ফ্লাইটে আটকে পড়া যাত্রীদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন—
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
১৯ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
২৩ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
৩০ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৪০ মিনিট আগে