নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ডা. রোকেয়া খাতুন ডেইজি (২৭) নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর ওই চিকিৎসকের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার দলারদরগা কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।
মৃত রোকেয়া ডেইজি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নয় মাস আগে পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের চিকিৎসক মো. আরিফ হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালে গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মেজবাহুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুপুরে হাসপাতালের চিকিৎসক ডা. রোকেয়া ও তাঁর স্বামীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে দুজনে আলাদা আলাদা কক্ষে বিশ্রামে যায়। বেলা আড়াইটার দিকে নিজ কক্ষ থেকে চিকিৎসক রোকেয়া খাতুন ডেইজির ফ্যানে গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার তদন্ত কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান, ওই হাসপাতালের আবাসিক কক্ষ থেকে গামছা প্যাঁচানো নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই দিনই নারী চিকিৎসকের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে স্বামী আরিফ হোসেন, শাশুড়ি ও ননদকে আসামি করে একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মামলার প্রেক্ষিতে নারী চিকিৎসকের স্বামী আরিফ হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুরের নবাবগঞ্জে ডা. রোকেয়া খাতুন ডেইজি (২৭) নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর ওই চিকিৎসকের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার দলারদরগা কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।
মৃত রোকেয়া ডেইজি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নয় মাস আগে পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের চিকিৎসক মো. আরিফ হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালে গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মেজবাহুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুপুরে হাসপাতালের চিকিৎসক ডা. রোকেয়া ও তাঁর স্বামীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে দুজনে আলাদা আলাদা কক্ষে বিশ্রামে যায়। বেলা আড়াইটার দিকে নিজ কক্ষ থেকে চিকিৎসক রোকেয়া খাতুন ডেইজির ফ্যানে গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার তদন্ত কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান, ওই হাসপাতালের আবাসিক কক্ষ থেকে গামছা প্যাঁচানো নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই দিনই নারী চিকিৎসকের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে স্বামী আরিফ হোসেন, শাশুড়ি ও ননদকে আসামি করে একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মামলার প্রেক্ষিতে নারী চিকিৎসকের স্বামী আরিফ হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
২০ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগে