Ajker Patrika

ঘোড়াঘাটে জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৬: ৫৫
ঘোড়াঘাটে জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুন মামলার প্রধান আসামি মো. আজাহার আলী মণ্ডলকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর সদর থানা এলাকা থেকে গতকাল রাত ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ঘোড়াঘাট ইউনিয়নের খোদাতপুর গ্রামে।

গত ২৫ জানুয়ারি সকালে ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মনোয়ার হোসেন মিম (২৫) ও মো. রাকিব হোসেন মণ্ডল (২২)।

এ ঘটনায় নিহত মনোয়ার হোসেন মিমের (২৫) বাবা মো. হায়দার আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবীর আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে হত্যা মামলার আসামি মো. আজাহার আলী মণ্ডলকে (৬৩) ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত