Ajker Patrika

দিনাজপুরে আগুনে পুড়ল তিন পরিবারের সর্বস্ব

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ২০: ৩৬
দিনাজপুরে আগুনে পুড়ল তিন পরিবারের সর্বস্ব

দিনাজপুরের চিরিরবন্দরের পল্লিতে আগুনে তিনটি বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেছে। বর্তমানে ওই তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আবদুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকিরপাড়ায় ঘটেছে। আগুন লাগার ফলে মানুষ ঘর থেকে বের হতে পারলেও ঘরে থাকা টাকাপয়সা, আসবাবসহ গরু, ছাগল, হাঁস, মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটিও পুড়ে ছাই হয়েছে। বাড়ির গরু, ছাগল, জমানো ১৮ হাজার টাকাসহ পরনের একমাত্র কাপড়টি বাদে সব পুড়ে ছাই হয়ে গেছে।’

অপর এক বাড়ির মালিক শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। পাশের বাড়িতে আগুন লাগার কারণে ওদের চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের ঘরের টিনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সমিতির ৭০ হাজার টাকাসহ সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।’

এ ঘটনায় স্থানীয় চিরিরবন্দর টেকনিক্যাল এ বি এম কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর আইডিয়াল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন তাঁদের টাকা ও কাপড় কিনে দিয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে।

চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি বসতবাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুততম সময়ের মধ্যেই নগদ অর্থসহ সরকারি সহায়তা দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত