দিনাজপুর প্রতিনিধি
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তাঁর ভাই দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরে এই ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও ছররা গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ছোড়া টিয়ার শেল ও ছররা গুলিতে অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের হাতে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ ও ক্যামেরা পারসন আবু বক্কর সিদ্দিক মারধরের শিকার হয়েছেন।
প্রত্যক্ষদর্শী হুইপ ইকবালুর রহিমের বাসার নিরাপত্তা প্রহরী সুমন মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, ‘স্যারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। নিচতলা ও দ্বিতীয় তলায় সব জায়গায় আগুন জ্বলছে। বাড়ির সামনে দিয়ে মিছিল যাচ্ছিল। হঠাৎ মেন গেটের ওপর দিয়ে লাফ দিয়ে বাড়ির ভেতরে কিছু ছেলেপেলে ঢুকে পড়ে। পরে হুড়মুড় করে কয়েক শ ছেলে ঢুকে পড়ে।’
এর আগে সকাল ১০টা থেকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতিও দেখা গেছে। কয়েক হাজার শিক্ষার্থী পলিটেকনিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বালুবাড়ী শহীদ মিনার মোড় হয়ে জোড়া ব্রিজের কাছে এলে পুলিশ আন্দোলনকারীদের ঠেকাতে টিয়ার শেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ধীরে ধীরে পিছু হটে পৌরসভার দিকে চলে যায়। কিছুক্ষণ পরই হুইপের বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।
এদিকে দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক চিকিৎসক আজকের পত্রিকাকে বলেন, আহত হয়ে অর্ধশতাধিক চিকিৎসা সেবা নিয়েছেন। হাসপাতালে ভর্তি সবাই পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ বছর বয়সী এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক সার্জন বলেন, সংঘর্ষে আহত হয়ে এখন পর্যন্ত ২৭ জন ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তাঁর ভাই দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরে এই ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও ছররা গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ছোড়া টিয়ার শেল ও ছররা গুলিতে অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের হাতে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ ও ক্যামেরা পারসন আবু বক্কর সিদ্দিক মারধরের শিকার হয়েছেন।
প্রত্যক্ষদর্শী হুইপ ইকবালুর রহিমের বাসার নিরাপত্তা প্রহরী সুমন মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, ‘স্যারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। নিচতলা ও দ্বিতীয় তলায় সব জায়গায় আগুন জ্বলছে। বাড়ির সামনে দিয়ে মিছিল যাচ্ছিল। হঠাৎ মেন গেটের ওপর দিয়ে লাফ দিয়ে বাড়ির ভেতরে কিছু ছেলেপেলে ঢুকে পড়ে। পরে হুড়মুড় করে কয়েক শ ছেলে ঢুকে পড়ে।’
এর আগে সকাল ১০টা থেকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতিও দেখা গেছে। কয়েক হাজার শিক্ষার্থী পলিটেকনিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বালুবাড়ী শহীদ মিনার মোড় হয়ে জোড়া ব্রিজের কাছে এলে পুলিশ আন্দোলনকারীদের ঠেকাতে টিয়ার শেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ধীরে ধীরে পিছু হটে পৌরসভার দিকে চলে যায়। কিছুক্ষণ পরই হুইপের বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।
এদিকে দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক চিকিৎসক আজকের পত্রিকাকে বলেন, আহত হয়ে অর্ধশতাধিক চিকিৎসা সেবা নিয়েছেন। হাসপাতালে ভর্তি সবাই পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ বছর বয়সী এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক সার্জন বলেন, সংঘর্ষে আহত হয়ে এখন পর্যন্ত ২৭ জন ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
রাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগেযশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জ
১ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাকাতির মামলার অভিযোগ না নেওয়া ও তদন্তে বিলম্বের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে১০ দিনের মাথায় ওএসডি হলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসান। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করার কথা উ
২ ঘণ্টা আগে