দিনাজপুর প্রতিনিধি
আদালত অবমাননার দায়ে কারাবন্দী দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এর আগে ওই মামলায় হাইকোর্টের আপিল বিভাগের রায়ে গত ১৮ অক্টোবর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মেয়র। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি জেলা কারাগারে বন্দী আছেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। তিনি টানা তৃতীয় মেয়াদে দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।
এতে আরও বলা হয়, আদালত অবমাননার দায়ে দণ্ডিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) (ঘ) অনুযায়ী পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা, নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত, অসদাচরণ ও ক্ষমতা অপব্যবহারের দায়ে প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে।
মামলা সূত্রে জানা যায়, খালেদা জিয়ার মামলার রায় সম্পর্কে আপিল বিভাগের এক বিচারপতিকে নিয়ে মেয়রের বক্তব্যকে আদালত অবমাননা বলে হাইকোর্টে আবেদন করেন চারজন আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আপিল বিভাগ মেয়র জাহাঙ্গীরের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন। সেই সঙ্গে ২৪ আগস্ট তাঁকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আপিল বিভাগ ১২ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। পরবর্তীতে আদালতে হাজির হলে মেয়রকে এক মাসের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন বিচারক। পরবর্তী সাত দিনের মধ্যে তাঁকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়।
ওই রায়ের প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর জরিমানার এক লাখ টাকা দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে জমা করে পর দিন (১৮ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত অবমাননার দায়ে কারাবন্দী দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এর আগে ওই মামলায় হাইকোর্টের আপিল বিভাগের রায়ে গত ১৮ অক্টোবর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মেয়র। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি জেলা কারাগারে বন্দী আছেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। তিনি টানা তৃতীয় মেয়াদে দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।
এতে আরও বলা হয়, আদালত অবমাননার দায়ে দণ্ডিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) (ঘ) অনুযায়ী পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা, নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত, অসদাচরণ ও ক্ষমতা অপব্যবহারের দায়ে প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে।
মামলা সূত্রে জানা যায়, খালেদা জিয়ার মামলার রায় সম্পর্কে আপিল বিভাগের এক বিচারপতিকে নিয়ে মেয়রের বক্তব্যকে আদালত অবমাননা বলে হাইকোর্টে আবেদন করেন চারজন আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আপিল বিভাগ মেয়র জাহাঙ্গীরের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন। সেই সঙ্গে ২৪ আগস্ট তাঁকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আপিল বিভাগ ১২ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। পরবর্তীতে আদালতে হাজির হলে মেয়রকে এক মাসের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন বিচারক। পরবর্তী সাত দিনের মধ্যে তাঁকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়।
ওই রায়ের প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর জরিমানার এক লাখ টাকা দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে জমা করে পর দিন (১৮ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে