Ajker Patrika

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১ 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০: ১২
গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুস কুদ্দুস খুকশায়া গ্রামের মৃত মবারক আলীর ছেলে । পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন খুকশিয়া গ্রামের সংশেরের ছেলে মধু মিয়া, মুনসুর আলীর ছেলে ছকু, সাইদার, সানোয়ার, আরিফ মিয়ার ছেলে কাওসার, মিলন মিয়ার ছেলে মনতাজ, মধুর স্ত্রী শিউলী বেগম ও দুই মেয়ে মিম আর মিতু এবং সানোয়ারের স্ত্রী সুমনা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খুকশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে মধু ও আনসারের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। আজ শনিবার সকালে বিরোধী জমিতে দুই পক্ষ সীমানা নির্ধারণের জন্য সার্ভেয়ার (আমিন) নিয়ে আসেন। সার্ভেয়ার এসেও তাদের বিরোধ মিটমাট করতে পারেনি। একপর্যায়ে আজ রাত ১০টার দিকে আনসারের ভাই আব্দুল কুদ্দুসের সঙ্গে জমি নিয়ে মধুর তর্ক চলছিল। এ সময় মধু, ছুকু, সাইদারসহ বেশ কয়েকজন কুদ্দুসের ওপর হামলায় চলায়। ঘটনাস্থলেই কুদ্দুস মারা যান। এ ঘটনায় এলাকাবাসী মধুর ওপর আক্রমণকারীদের ঘরের মধ্যে আটকে রেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে সার্কেল এএসপি উদয় কুমার সাহা, থানার ওসি শামছুল আলম শাহসহ পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে তাঁদের আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়।

ওসি শামছুল আলম শাহ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত