চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে পূর্বশত্রুতার জেরে এক পরিবারের সদস্যদের ওপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের বর্তমানে চিলমারী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের বহরের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার আব্দুল করিম (৫৭), তাঁর দুই ছেলে রুকু মিয়া (২৬) ও এসএসসি পরীক্ষার্থী আজিজুল ইসলাম (১৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের বহরের ভিটা এলাকার আব্দুল করিম ও আব্দুল মজিদ এই দুই পরিবারের দীর্ঘদিন থেকে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের উপস্থিতিতে আলোচনা করে সীমানা প্রাচীর নির্ধারণ করে দেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সময়ে আব্দুল করিম তাঁর বাড়ির নিরাপত্তার জন্য টিন দিয়ে বাড়ির সীমানা ঘিরে নেয়।
এরই জের ধরে ঘটনার দিন সকালে আব্দুল মজিদ ও তাঁর পরিবারের লোকজন সীমানা প্রাচীর টিন ভেঙে দিতে আসলে আব্দুল করিমের দুই ছেলে বাঁধা দেয়। এতে মজিদ পক্ষ অতর্কিত হামলা চালায় এতে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আব্দুল করিমের রান্না ঘরে আগুন লাগিয়ে দেন আব্দুল মজিদ পক্ষের লোকজন। পরে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
আহত আব্দুল করিমের স্ত্রী রওশন আরা বলেন, ‘আজ সকালে আব্দুল মজিদ, মতিয়ার, মন্জু, ফরহাদ, মিনহাজুল কুড়াল, দা দিয়ে আমাদের বাড়ির সীমানা ভেঙে দিতে আসে। এতে আমার দুই ছেলে বাধা দিতে গেলে কুড়াল দিয়ে ছোট ছেলে আজিজুলের মাথায় কোপ দেয়। এরপর তারা আমার বড় ছেলেকেও আঘাত করে। সঙ্গে আমার স্বামীকে বেধড়ক মারধর করে। আমরা ওই পরিবারের মাধ্যমে বিভিন্নভাবে হেনস্তার স্বীকার হয়ে আসছি। এর আগেও তারা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। এসব ঘটনার পর ইউপি চেয়ারম্যান, মেম্বার বাড়ির সীমানা ঠিক করে দেন।’
তিনি আরও বলেন, ‘আহত স্বামী-ছেলেকে হাসপাতালে নিতে আমি ব্যস্ত। এই সুযোগে মজিদের স্ত্রী ফলোরাণী ও আরেকজন জাহানারা আমাদের রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। আমরা এর বিচার চাই।’
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বলেন, ‘মারামারির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ করলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
কুড়িগ্রামের চিলমারীতে পূর্বশত্রুতার জেরে এক পরিবারের সদস্যদের ওপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের বর্তমানে চিলমারী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের বহরের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার আব্দুল করিম (৫৭), তাঁর দুই ছেলে রুকু মিয়া (২৬) ও এসএসসি পরীক্ষার্থী আজিজুল ইসলাম (১৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের বহরের ভিটা এলাকার আব্দুল করিম ও আব্দুল মজিদ এই দুই পরিবারের দীর্ঘদিন থেকে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের উপস্থিতিতে আলোচনা করে সীমানা প্রাচীর নির্ধারণ করে দেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সময়ে আব্দুল করিম তাঁর বাড়ির নিরাপত্তার জন্য টিন দিয়ে বাড়ির সীমানা ঘিরে নেয়।
এরই জের ধরে ঘটনার দিন সকালে আব্দুল মজিদ ও তাঁর পরিবারের লোকজন সীমানা প্রাচীর টিন ভেঙে দিতে আসলে আব্দুল করিমের দুই ছেলে বাঁধা দেয়। এতে মজিদ পক্ষ অতর্কিত হামলা চালায় এতে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আব্দুল করিমের রান্না ঘরে আগুন লাগিয়ে দেন আব্দুল মজিদ পক্ষের লোকজন। পরে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
আহত আব্দুল করিমের স্ত্রী রওশন আরা বলেন, ‘আজ সকালে আব্দুল মজিদ, মতিয়ার, মন্জু, ফরহাদ, মিনহাজুল কুড়াল, দা দিয়ে আমাদের বাড়ির সীমানা ভেঙে দিতে আসে। এতে আমার দুই ছেলে বাধা দিতে গেলে কুড়াল দিয়ে ছোট ছেলে আজিজুলের মাথায় কোপ দেয়। এরপর তারা আমার বড় ছেলেকেও আঘাত করে। সঙ্গে আমার স্বামীকে বেধড়ক মারধর করে। আমরা ওই পরিবারের মাধ্যমে বিভিন্নভাবে হেনস্তার স্বীকার হয়ে আসছি। এর আগেও তারা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। এসব ঘটনার পর ইউপি চেয়ারম্যান, মেম্বার বাড়ির সীমানা ঠিক করে দেন।’
তিনি আরও বলেন, ‘আহত স্বামী-ছেলেকে হাসপাতালে নিতে আমি ব্যস্ত। এই সুযোগে মজিদের স্ত্রী ফলোরাণী ও আরেকজন জাহানারা আমাদের রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। আমরা এর বিচার চাই।’
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বলেন, ‘মারামারির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ করলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
৪ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
১৪ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৬ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
২৪ মিনিট আগে