পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে পাথর-বালু উত্তোলনের ভূগর্ভস্থ গর্তে পড়ে এ কাজে নিয়োজিত একজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর গ্রামের ধরলা নদীতে এ ঘটনা ঘটে। পাটগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ শ্রমিকের নাম বিষাদু মিয়া (৩৫)। তিনি ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ধরলা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন করে আসছে একটি মহল। এতে কোথাও কোথাও ২০ থেকে ৭০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। সোমবার ওই স্থানের বুলু মাস্টারের ঘাট এলাকায় কাজ করার সময় হঠাৎ গর্তে পড়ে পানিতে তলিয়ে যান বিষাদু মিয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করেও হদিস পায়নি।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান বলেন, ‘আমরা পাথরের গর্তে খোঁজাখুঁজি করে পাইনি। পরে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে রওনা করেছেন। এলে আবারও খোঁজা হবে।’
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘পাথরের গর্তে একজন নিখোঁজ হয়েছে জেনেছি। পুলিশ থানা থেকে কোথাও বের হচ্ছে না। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’
লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে পাথর-বালু উত্তোলনের ভূগর্ভস্থ গর্তে পড়ে এ কাজে নিয়োজিত একজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর গ্রামের ধরলা নদীতে এ ঘটনা ঘটে। পাটগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ শ্রমিকের নাম বিষাদু মিয়া (৩৫)। তিনি ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ধরলা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন করে আসছে একটি মহল। এতে কোথাও কোথাও ২০ থেকে ৭০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। সোমবার ওই স্থানের বুলু মাস্টারের ঘাট এলাকায় কাজ করার সময় হঠাৎ গর্তে পড়ে পানিতে তলিয়ে যান বিষাদু মিয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করেও হদিস পায়নি।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান বলেন, ‘আমরা পাথরের গর্তে খোঁজাখুঁজি করে পাইনি। পরে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে রওনা করেছেন। এলে আবারও খোঁজা হবে।’
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘পাথরের গর্তে একজন নিখোঁজ হয়েছে জেনেছি। পুলিশ থানা থেকে কোথাও বের হচ্ছে না। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’
চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১৯ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
২৩ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৩৫ মিনিট আগে