স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে খানসামায় তরুণের কারাদণ্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ২৬

স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার দায়ে দিনাজপুরের খানসামায় এক তরুণকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে 
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত শাকিল ইসলাম (২২) উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে দুহশুহ থেকে চেহেলগাজী স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন শাকিল। ওই ছাত্রী চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শাকিলকে আটকে করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, সেনাবাহিনী ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করে। ওই তরুণ স্বীকারোক্তির পর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, স্কুলগামী একজন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ওই তরুণকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে সামাজিক অপরাধ প্রতিরোধ সকলের সচেতনতা ও সহযোগিতা চান ম্যাজিস্ট্রেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত