চিরিরবন্দরে ‘মাদকাসক্ত’ যুবককে পিটিয়ে হত্যা, ২ মামা আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরের চিরিরবন্দরে লাবু হোসেন লিমন (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লাবু ওই গ্রামের সহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় তাঁর দুই মামাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাবু দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য বাসায় প্রায়ই ঝগড়া করতেন। টাকা না পেলে বাসার মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দিতেন। কিছুদিন আগে নেশা করার সময় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যান। পরে জামিনে বেরিয়ে এসে নেশার টাকার জন্য মা-বাবাকে গালাগাল করতেন, মারধর করতে যেতেন। তাঁর বাবা শহিদুল ইসলাম লাবু বিষয়টি মামাদের জানালে তাঁরা গতকাল বুধবার রাতে লাবুর হাত-পা বেঁধে মারধর করেন। তাতে ঘটনাস্থলেই লাবুর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহত যুবকের দুই মামাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত