Ajker Patrika

পাটগ্রামে কলাগাছের ভেলা উল্টে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
পাটগ্রামে কলাগাছের ভেলা উল্টে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে সানিয়াজান নদীতে কলাগাছের ভেলা উল্টে পানিতে ডুবে রাজু হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম মোতাহার হোসেন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

রাজু হোসেন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাবিউল হক মিরন।

স্থানীয় লোকজন জানান, তিন বন্ধুসহ রাজু বাউরা ইউনিয়নের জমগ্রাম মোতাহার হোসেন বাজার এলাকায় সানিয়াজান নদীতে কলা গাছের ভেলায় উঠে ঘুরছিল। একপর্যায়ে কচুরিপানার স্তূপের সঙ্গে ধাক্কা লেগে ভেলা উল্টে নদীতে তলিয়ে যায় তারা। অপর দুই বন্ধু স্থানীয়দের সহায়তায় উঠে এলেও নদীতে নিখোঁজ হয় রাজু। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম মোবাইল ফোনে ঘটনাটি পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দলকে জানান।

পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দল রংপুর ডুবুরি দলকে খবর দেয়। সেখান থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও ইউএনও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত