Ajker Patrika

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে চলন্ত মোটরসাইকেলে ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় মাহাবুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিম এর ছেলে। নিহত ব্যক্তি ‘টোটাল এগ্রো সায়েন্স’ নামের একটি ওষুধ কোম্পানির বিরামপুর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, সকালে নিজ মোটরসাইকেল নিয়ে ওষুধ কোম্পানির কাজে ফুলবাড়ীতে যাচ্ছিলেন মাহাবুর রহমান। জয়নগর এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. আল-মাহমুদ শোভন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাহাবুর রহমান নামের এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। আহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত