কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ লেখা। এতে অপ্রস্তুত হয়ে পড়েন দোকানের কর্মচারীরা। ভেসে ওঠা লেখার পরিবর্তন করতে না পেরে বোর্ডটি নামিয়ে ফেলেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোর্ডটি নিয়ে যায়।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার পৌর শহরের আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামক একটি দোকানের ডিজিটাল সাইনবোর্ডে।
দোকানমালিকের দাবি, বোর্ডে নিয়মিত লেখা ভেসে উঠত বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন। মোবাইল ফোন অ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইনবোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোনো চক্র নিয়ন্ত্রণে নিয়ে এমন লেখা দিয়ে থাকতে পারে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে লাগানো বোর্ডে হঠাৎ করে ভেসে উঠতে থাকে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’। চার ধাপে লেখাটি একের পর এক ভেসে উঠতে থাকে।
পরে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে লেখা পরিবর্তনের চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে বিদ্যুৎ-সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুঁটি থেকে নামিয়ে ফেলেন।
দোকানমালিক শহিদুল ইসলাম বলেন, ‘এক বছর আগে বোর্ডটি ঢাকা থেকে প্রস্তুত করে আনি। বোর্ডটিতে দোকানের নাম বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন প্রদর্শন হয়ে আসছিল। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হতো। এটিতে লেখা পরিবর্তন বা নিয়ন্ত্রণ মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তন হয়ে এ রকম লেখা ভাসতে থাকে। কোনো চক্র হয়তো অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এ রকম লেখা লিখে দিয়েছে। বিষয়টি বোঝামাত্র বোর্ড খুলে লেখা প্রদর্শন বন্ধ করা হয়।’
দোকানমালিক আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডায়েরি করব। যারা এ কাজ করেছে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডিজিটাল বোর্ডটি থানায় আনা হয়েছে। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।’
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ লেখা। এতে অপ্রস্তুত হয়ে পড়েন দোকানের কর্মচারীরা। ভেসে ওঠা লেখার পরিবর্তন করতে না পেরে বোর্ডটি নামিয়ে ফেলেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোর্ডটি নিয়ে যায়।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার পৌর শহরের আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামক একটি দোকানের ডিজিটাল সাইনবোর্ডে।
দোকানমালিকের দাবি, বোর্ডে নিয়মিত লেখা ভেসে উঠত বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন। মোবাইল ফোন অ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইনবোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোনো চক্র নিয়ন্ত্রণে নিয়ে এমন লেখা দিয়ে থাকতে পারে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে লাগানো বোর্ডে হঠাৎ করে ভেসে উঠতে থাকে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’। চার ধাপে লেখাটি একের পর এক ভেসে উঠতে থাকে।
পরে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে লেখা পরিবর্তনের চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে বিদ্যুৎ-সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুঁটি থেকে নামিয়ে ফেলেন।
দোকানমালিক শহিদুল ইসলাম বলেন, ‘এক বছর আগে বোর্ডটি ঢাকা থেকে প্রস্তুত করে আনি। বোর্ডটিতে দোকানের নাম বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন প্রদর্শন হয়ে আসছিল। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হতো। এটিতে লেখা পরিবর্তন বা নিয়ন্ত্রণ মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তন হয়ে এ রকম লেখা ভাসতে থাকে। কোনো চক্র হয়তো অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এ রকম লেখা লিখে দিয়েছে। বিষয়টি বোঝামাত্র বোর্ড খুলে লেখা প্রদর্শন বন্ধ করা হয়।’
দোকানমালিক আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডায়েরি করব। যারা এ কাজ করেছে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডিজিটাল বোর্ডটি থানায় আনা হয়েছে। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।’
পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে গুরুতর আহত আরিফুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। সোমবার বেলা ১টার দিকে মাধবখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আরিফুলের বাসায় উপস্থিত হন তিনি। এ সময় তিনি আরিফুলের পরিবার ও তাঁর ১০ মাসের ছেলেসন্ত
৬ মিনিট আগেঈদুল ফিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও আইজিপি বাহারুল আলম ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করেছেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা
২৫ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালী থেকে স্বামীর সঙ্গে ঈদ করতে শ্বশুরবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রুজিনা আক্তার (২৮)। আজ রোববার দুপুরে বাঁশখালীর পিএবি সড়কের দমদমার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেযশোরের শার্শা সীমান্তে ইটভাটার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের নাম জামাল হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জামাল মাদক কারবারি ছিলেন।
২৮ মিনিট আগে