Ajker Patrika

ছাত্রলীগে পদ পেতে পরীক্ষা দিলেন পদপ্রত্যাশীরা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১০: ৫৩
ছাত্রলীগে পদ পেতে পরীক্ষা দিলেন পদপ্রত্যাশীরা

রংপুরের পীরগাছায় ছাত্রলীগের কমিটিতে পদ পেতে আগ্রহীদের পরীক্ষা নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে পীরগাছা উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন হয়।

উদ্বোধনী পর্বের পর সেখানেই আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের ওপর লিখিত পরীক্ষা দেন কমিটিতে পদপ্রত্যাশীরা। পরে এই পরীক্ষার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আহম্মেদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম তানিন আহসান চপল।

ছাত্রলীগের নেতা সোহেল রানার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তাহিদ রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান ইকবাল সান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত