লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি, গাছ চাপা পড়ে নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৮: ০৩
আপডেট : ৩০ মে ২০২৪, ১৮: ৩২

লালমনিরহাটে কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। গাছ চাপা পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা চাত্রারপাড় গ্রামে ঝড়ে গাছ চাপা পড়ে সন্তোষ কুমার (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের প্রফুল্য কুমারের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় আসে। এতে বেশ কিছু বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ঘরের ওপর পড়া গাছ সরাতে গিয়ে গাছ চাপা পড়ে সন্তোষ কুমার গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল বুধবার মধ্যরাতে জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার কয়েকটি গ্রামের ওপর দিয়ে বৃষ্টির সঙ্গে উঠে আসে প্রবল ঝড়। এতে ভেলাগুড়ি, ডাউয়াবাড়ি, মদাতী, ভোটমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গালপালা লন্ডভন্ড হয়েছে। কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের গাগলারপাড় এলাকার উত্তরপাড়া হযরত আবু বক্কর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসার টিনশেড ঘরে গাছ পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে গিয়ে ওই মাদ্রাসার দুজন শিক্ষক ও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

সরেজমিন দেখা গেছে, গতকাল মধ্যরাত ও আজ সকালে পৃথক ঝড়ে জেলার বিভিন্ন এলাকার শতাধিক বসতবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে জেলার বেশির ভাগ অঞ্চল। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কেও সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক এলাকার সড়কে গাছ পড়ে দিনের অর্ধেক সময় যোগাযোগ বন্ধ ছিল। তবে জেলার প্রধান সড়ক লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক সচল ছিল। 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন, সকালে প্রবল বেগে ঝড় হয়। এতে বেশ কিছু বাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে উপড়ে পড়া গাছ অপসারণ করতে গিয়ে গাছচাপায় সন্তোষ কুমার নামে একজনের মৃত্যু হয়েছে। 

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত