Ajker Patrika

পুকুরে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
পুকুরে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু মিলন হোসেন (১১) ও মুজাহিদ হোসেন (৯) রবিউল ইসলামের ছেলে। তাঁরা স্থানীয় ২ নম্বর কুচলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রধানপাড়া এলাকায় বেলা ১১টার দিকে মিলন ও মুজাহিদ বাড়ির পাশে খেলতে যায়। এ সময় প্রতিবেশী মিজানুর রহমানের পুকুরে তারা গোসল করতে নামে। কৃষক ধজিবর রহমান তাঁর গরু গোসল করিয়ে চলে যাওয়ার সময় ওই দুই ভাইকে বাড়িতে চলে যেতে বলেন এবং তাদের মাকে গিয়ে বিষয়টি জানান। কিছু সময় পর তাদের মা সন্তানদেরকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করে। 

কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিলুফা ইয়াসমীন বলেন, কুচলিবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রধানপাড়া এলাকায় পানিতে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকার সবাই শোকাহত। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় দুই ভাইয়ের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত