দিনাজপুরে মেসি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে যুবক নিহত, গুরুতর আহত ২

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ২৩: ১১
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১: ২২

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মেসি গাড়ির (ট্রাক্টর ট্রলি) ধাক্কায় মাহাবুর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের অন্য দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হতাহতের তথ্য নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়নগর শরমেলি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।’ 

নিহত মাহাবুর রহমান বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মনছুর আলীর ছেলে। আহতরা হলেন—একই এলাকার নির্মল চন্দ্রের ছেলে সাগর চন্দ্র (২২) এবং সাহাবুলের ছেলে সাকিল হোসেন (১৬)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন দ্রুতগতিতে বিরামপুরের দিকে যাচ্ছিলেন। 
এ সময় বিরামপুর থেকে একটি ট্রাক্টর ট্রলি (স্থানীয় নাম মেসি গাড়ি) ফুলবাড়ীর দিকে আসার সময় জয়নগর পেট্রলপাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মাহাবুর রহমানের মৃত্যু হয়। ট্রাক্টর ট্রলি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্য দুজন আরোহীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

ফুলবাড়ী থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। মেসি গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত