পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
Thumbnail image

পঞ্চগড় সীমান্তে নুর ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া মোমিনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫২ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুর ইসলাম বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে বিএসএফের ১৯৫ কাঞ্চনজঙ্ঘা বিওপির টহল দল কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আজ বৃহস্পতিবার সকালে ওই সীমান্তে নুর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে সীমান্তের লোকজন। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নীলফামারী ৫৬ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নুরে আলম বলেন, আগেও এই সীমান্ত এলাকায় গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয়রা জানায় যে, বিএসএফ সীমান্তে গুলি করেছে। গতকাল বুধবার গভীর রাতে স্থানীয়রা গুলির শব্দ শুনতে পায়। আজ সকালে সীমান্ত এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। দেখে মনে হয়েছে, তার পেছনে গুলি লেগে বাঁ চোখের নিচ দিয়ে বের হয়ে গেছে।

এ বিষয়ে জানতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সীমান্তের বাংলাদেশি এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহালে তাঁর শরীরে মারাত্মক জখম পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত