ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

ডিমলা (প্রতিনিধি) নীলফামারী
Thumbnail image
গ্রেপ্তার তবিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান তবিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুইবারের উপজেলা চেয়ারম্যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলার কুটিরডাঙ্গা এলাকায় কৃষকের ৩০ একর জমি দখল করে বালু উত্তোলন, হামলা ও চাঁদাবাজির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলার বাদী আনিছুর রহমান ৭৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি হিসেবে অভিযুক্ত করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তবিবুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত