ঠাকুরগাঁও প্রতিনিধি
চলমান দীর্ঘ খরার কবলে পড়েছেন ঠাকুরগাঁওয়ের রোপা আমন চাষিরা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষকদের মাঝে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। বিকল্প পদ্ধতিতে পানি দিলেও কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে কয়েকগুণ। চলমান পরিস্থিতি মোকাবিলায় সম্পূরক সেচ দিয়ে রোপা আমনের খেতে পানি দেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। অপরদিকে, সেচ প্রকল্পের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কৃষকদের জমিতে পানি সরবরাহ করা হচ্ছে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সেচ পদ্ধতিতে জমিতে পানি দেওয়ায় একদিকে খরচ কমছে, অন্যদিকে কৃষকদের উৎপাদন বাড়ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভুল্লি বাঁধ, টাংগন বাঁধ ও বুড়ি বাঁধ সেচপ্রকল্পের আওতায় ১০ হাজার হেক্টর জমিতে এবার আমন চাষ করা হচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে সম্পূরক সেচ দিয়ে এটি সর্বোচ্চ চাষাবাদ। কারণ এ প্রকল্পের মাধ্যমে নামমাত্র খরচে পানি পাচ্ছেন কৃষকেরা। এতে ২৫ হাজার কৃষকের সেচ বাবদ প্রায় ৮০ কোটি টাকা সাশ্রয় হবে।
সেচ সুবিধা পাওয়া সদর উপজেলার ভূল্লী এলাকার কৃষক আব্দুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ চালিত সেচপাম্প ও ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে একরপ্রতি আমন ধান চাষে সেচ খরচ কমপক্ষে ৪ থেকে ৫ হাজার টাকা পড়ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পানি নিয়ে আবাদ করতে ওই পরিমাণ জমিতে খরচ হয় মাত্র ১২০ টাকা। আবার পানিও ইচ্ছেমতো নেওয়া যায়। ফলে ফলন বেশি হয়। ধানখেত ও ক্যানেলে মাছ চাষও করা যায়।’
সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকার কৃষক দীনেশ রায়, হরিবর্ধন রায়, নেন্দুলালসহ একাধিক কৃষক জানান, এ বছর মৌসুমের শুরুতে বৃষ্টিপাত না হওয়ায় আমন চাষ নিয়ে শঙ্কায় ছিলেন তাঁরা। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড সেচ প্রকল্পে সম্পূরক সেচ শুরু করলে চিন্তামুক্ত হন।
একই এলাকার আবুল খায়ের বলেন, ‘বৃষ্টিপাত না হওয়ায় আমার দুই একর জমির মাটি ফেটে যাচ্ছিল। কিন্তু ক্যানেল সেচের পানিতে মাটি যেন প্রাণ ফিরে পেয়েছে।’
এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খরা প্রবণ এ জেলায় সম্পূরক সেচের মাধ্যমে কৃষকদের সেচ দিলে পানি সাশ্রয় ও ধানের ফলনও ভালো হচ্ছে। ক্যানেল নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ ও ডিজেলচালিত মেশিনারিজ যন্ত্র ছাড়াই জমিতে পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া সম্পূরক সেচ প্রকল্পের অধীনে পুরোনো ও ক্ষতিগ্রস্ত সেচ নালা সংস্কার ও পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে ১০ হাজার হেক্টর থেকে ১৩ হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে।
চলমান দীর্ঘ খরার কবলে পড়েছেন ঠাকুরগাঁওয়ের রোপা আমন চাষিরা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষকদের মাঝে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। বিকল্প পদ্ধতিতে পানি দিলেও কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে কয়েকগুণ। চলমান পরিস্থিতি মোকাবিলায় সম্পূরক সেচ দিয়ে রোপা আমনের খেতে পানি দেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। অপরদিকে, সেচ প্রকল্পের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কৃষকদের জমিতে পানি সরবরাহ করা হচ্ছে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সেচ পদ্ধতিতে জমিতে পানি দেওয়ায় একদিকে খরচ কমছে, অন্যদিকে কৃষকদের উৎপাদন বাড়ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভুল্লি বাঁধ, টাংগন বাঁধ ও বুড়ি বাঁধ সেচপ্রকল্পের আওতায় ১০ হাজার হেক্টর জমিতে এবার আমন চাষ করা হচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে সম্পূরক সেচ দিয়ে এটি সর্বোচ্চ চাষাবাদ। কারণ এ প্রকল্পের মাধ্যমে নামমাত্র খরচে পানি পাচ্ছেন কৃষকেরা। এতে ২৫ হাজার কৃষকের সেচ বাবদ প্রায় ৮০ কোটি টাকা সাশ্রয় হবে।
সেচ সুবিধা পাওয়া সদর উপজেলার ভূল্লী এলাকার কৃষক আব্দুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ চালিত সেচপাম্প ও ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে একরপ্রতি আমন ধান চাষে সেচ খরচ কমপক্ষে ৪ থেকে ৫ হাজার টাকা পড়ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পানি নিয়ে আবাদ করতে ওই পরিমাণ জমিতে খরচ হয় মাত্র ১২০ টাকা। আবার পানিও ইচ্ছেমতো নেওয়া যায়। ফলে ফলন বেশি হয়। ধানখেত ও ক্যানেলে মাছ চাষও করা যায়।’
সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকার কৃষক দীনেশ রায়, হরিবর্ধন রায়, নেন্দুলালসহ একাধিক কৃষক জানান, এ বছর মৌসুমের শুরুতে বৃষ্টিপাত না হওয়ায় আমন চাষ নিয়ে শঙ্কায় ছিলেন তাঁরা। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড সেচ প্রকল্পে সম্পূরক সেচ শুরু করলে চিন্তামুক্ত হন।
একই এলাকার আবুল খায়ের বলেন, ‘বৃষ্টিপাত না হওয়ায় আমার দুই একর জমির মাটি ফেটে যাচ্ছিল। কিন্তু ক্যানেল সেচের পানিতে মাটি যেন প্রাণ ফিরে পেয়েছে।’
এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খরা প্রবণ এ জেলায় সম্পূরক সেচের মাধ্যমে কৃষকদের সেচ দিলে পানি সাশ্রয় ও ধানের ফলনও ভালো হচ্ছে। ক্যানেল নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ ও ডিজেলচালিত মেশিনারিজ যন্ত্র ছাড়াই জমিতে পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া সম্পূরক সেচ প্রকল্পের অধীনে পুরোনো ও ক্ষতিগ্রস্ত সেচ নালা সংস্কার ও পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে ১০ হাজার হেক্টর থেকে ১৩ হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে।
নরসিংদীর রায়পুরায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে অসতর্কতাবশত দুজনের মৃত্যু হয়েছে।
২৩ মিনিট আগেএ বছর পঞ্চাশ জনের বেশি শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ২০ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী। বিগত ৬ বছর ধরে কলেজটির সাফল্যে প্রচণ্ড উচ্ছ্বসিত...
৩৮ মিনিট আগেরাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে লাগা আগুন নিভে গেছে। চার ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আজ সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভাতে পেড়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন...
১ ঘণ্টা আগেযশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলার আগেই শুরু হয়েছে ভ্রমণপিপাসুদের আগমন। প্রতিদিন বনভোজনের দলসহ পর্যটকদের ভিড় বাড়ছে কপোতাক্ষ নদের পাড়ে।
১ ঘণ্টা আগে