ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় যুবলীগের ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে সদ্যঘোষিত কয়েকটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আসা ব্যক্তিদের দলীয় আদর্শ নিয়ে নানান প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা-কর্মীরা।
সেই সঙ্গে বিগত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বে আসা ওই সব নেতাদের ভূমিকা নিয়েও রয়েছে অসন্তোষ। নেতা-কর্মীদের অভিযোগ—ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির অনেকেই বিগত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। সেই সঙ্গে তাদের আদর্শগত সমস্যাও রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে উপজেলা আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবলীগ। এরপর থেকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা ও অন্যান্য সদস্যদের দিয়ে চলছে দলটি।
এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালার মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি ভেঙে দেওয়া ও নতুন আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করে জেলা যুবলীগ।
উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ইমরান হাসান সুমনকে আহ্বায়ক ও জয়হরী রায়, রাহিয়ান পারভেজ শুভ, মাসুদ রানাকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি দেয়।
ওই ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র রায় জানান, যারা নতুন আহ্বায়ক কমিটিতে এসেছে তারা সবাই গত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরোধী ছিলেন। তাদের মধ্যে মাসুদ রানাকে তৎসময়ে পৌর ছাত্রলীগের সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ১৫ অক্টোবর হরিণচড়া ইউনিয়নে যুবলীগের কমিটি ভেঙে পরবর্তীতে আব্দুল মজিদকে আহ্বায়ক, নিরঞ্জন রায়, মজিবুল ইসলাম, আরিফুর রহমান মিলনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়।
ওই ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান রাসেল রানা বলেন, আরিফুর রহমান মিলন আমার বিপক্ষে প্রার্থী হয়ে নির্বাচন করেছিল। নিরঞ্জনসহ অন্যান্যরাও আমার বিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করেছিল।
কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের নতুন কমিটিতে এ. টি. এম মতিনুল ইসলাম জুয়েল আহ্বায়ক ও রাশেদ ইসলাম বসুনিয়া, মিরাজুল ইসলাম মিরাজ মোসলেম উদ্দিন মিঠুকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম স্বাধীন জানান, নতুন কমিটিতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ মাদক কারবারি এবং বিএনপি থেকে দলে অনুপ্রবেশকারী ও নৌকা বিরোধী।
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার নির্দেশে ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হচ্ছে। কারও কোনো অভিযোগ থাকলে, তারা জেলায় অভিযোগ করতে পারে।’
জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্রনাথ বর্ধন বাপী আজকের পত্রিকাকে জানান, লিখিত অভিযোগ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।
নীলফামারীর ডোমার উপজেলায় যুবলীগের ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে সদ্যঘোষিত কয়েকটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আসা ব্যক্তিদের দলীয় আদর্শ নিয়ে নানান প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা-কর্মীরা।
সেই সঙ্গে বিগত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বে আসা ওই সব নেতাদের ভূমিকা নিয়েও রয়েছে অসন্তোষ। নেতা-কর্মীদের অভিযোগ—ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির অনেকেই বিগত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। সেই সঙ্গে তাদের আদর্শগত সমস্যাও রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে উপজেলা আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবলীগ। এরপর থেকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা ও অন্যান্য সদস্যদের দিয়ে চলছে দলটি।
এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালার মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি ভেঙে দেওয়া ও নতুন আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করে জেলা যুবলীগ।
উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ইমরান হাসান সুমনকে আহ্বায়ক ও জয়হরী রায়, রাহিয়ান পারভেজ শুভ, মাসুদ রানাকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি দেয়।
ওই ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র রায় জানান, যারা নতুন আহ্বায়ক কমিটিতে এসেছে তারা সবাই গত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরোধী ছিলেন। তাদের মধ্যে মাসুদ রানাকে তৎসময়ে পৌর ছাত্রলীগের সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ১৫ অক্টোবর হরিণচড়া ইউনিয়নে যুবলীগের কমিটি ভেঙে পরবর্তীতে আব্দুল মজিদকে আহ্বায়ক, নিরঞ্জন রায়, মজিবুল ইসলাম, আরিফুর রহমান মিলনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়।
ওই ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান রাসেল রানা বলেন, আরিফুর রহমান মিলন আমার বিপক্ষে প্রার্থী হয়ে নির্বাচন করেছিল। নিরঞ্জনসহ অন্যান্যরাও আমার বিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করেছিল।
কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের নতুন কমিটিতে এ. টি. এম মতিনুল ইসলাম জুয়েল আহ্বায়ক ও রাশেদ ইসলাম বসুনিয়া, মিরাজুল ইসলাম মিরাজ মোসলেম উদ্দিন মিঠুকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম স্বাধীন জানান, নতুন কমিটিতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ মাদক কারবারি এবং বিএনপি থেকে দলে অনুপ্রবেশকারী ও নৌকা বিরোধী।
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার নির্দেশে ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হচ্ছে। কারও কোনো অভিযোগ থাকলে, তারা জেলায় অভিযোগ করতে পারে।’
জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্রনাথ বর্ধন বাপী আজকের পত্রিকাকে জানান, লিখিত অভিযোগ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
১ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
১ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
১ ঘণ্টা আগে