সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করি। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি এবং থাকব। সে কারণে যারাই জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে, তারাই ক্ষমতার বাইরে চলে গেছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করিনি। সে কারণে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে আছে।’
ইউনিয়নের সোনারায় বাজারস্থ এক চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনছার আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির উপজেলা সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম, বেলকা ইউনিয়নের সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি মোছা. আক্তার বানু ইতি, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমুখ।
আলোচনা শেষে ওই ইউনিয়নে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এতে মো. আনছার আলী সরদার সভাপতি, মো. আকবর আলী বসুনিয়া সাধারণ সম্পাদক ও মো. সাইদুর রহমান শামীমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করি। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি এবং থাকব। সে কারণে যারাই জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে, তারাই ক্ষমতার বাইরে চলে গেছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করিনি। সে কারণে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে আছে।’
ইউনিয়নের সোনারায় বাজারস্থ এক চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনছার আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির উপজেলা সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম, বেলকা ইউনিয়নের সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি মোছা. আক্তার বানু ইতি, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমুখ।
আলোচনা শেষে ওই ইউনিয়নে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এতে মো. আনছার আলী সরদার সভাপতি, মো. আকবর আলী বসুনিয়া সাধারণ সম্পাদক ও মো. সাইদুর রহমান শামীমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে